‘কমছে হিন্দুদের জন্মহার’, সব দম্পতিকে ৩ সন্তানের ‘নিদান’ RSS প্রধান ভাগবতের

‘কমছে হিন্দুদের জন্মহার’, সব দম্পতিকে ৩ সন্তানের ‘নিদান’ RSS প্রধান ভাগবতের

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ভারতীয় দম্পতিদের তিন সন্তানের নিদান দিলেন সংঘ প্রধান। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে মোহন ভাগবত বলেন, সব ভারতীয় দম্পতির উচিত তিন সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ১০০ বছর সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন তিনি। জনবিন্যাসের পরিবর্তন এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রশ্নের জবাবে ভাগবত বলেন, বিশেষজ্ঞরা বলেন যে তিন সন্তানের কম জন্মহার রয়েছে এমন সম্প্রদায় ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। সেজন্য, তিন সন্তানের বেশি জন্মহার থাকা উচিত। 

ভাগবত বলেন, “ভারতের জনসংখ্যা নীতিতে ২.১ সন্তান জন্মের পরামর্শ দেওয়া হয়। তবে, এর অর্থ একটি পরিবারে দু’টি নয় তিনটি সন্তান থাকা উচিত। প্রতিটি নাগরিকের লক্ষ্য হওয়া উচিত তার পরিবারে যেন তিন সন্তান থাকে।” যদিও জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিও নজরে রাখার কথা বলেন তিনি। এই প্রসঙ্গে তাঁর মত, “জনসংখ্যা বৃদ্ধি যেমন ভালো, তেমনই এটি বোঝা। দিনের শেষে সবাইকে খাওয়াতে হবে আপনাকে। তাই জনসংখ্যা নিয়ন্ত্রণ করেও তা পর্যাপ্ত রাখা জরুরি।

আরএসএস প্রধান বলেন, সকল সম্প্রদায়ের জন্মহার কমছে। হিন্দুদের ক্ষেত্রে এটি আরও বেশি স্পষ্ট বলে জানিয়েছেন তিনি। হিন্দুদের ক্ষেত্রে জন্মের হার আগেও কম ছিল, তাই এখন আরও বেশি কমেছে। তাঁর মতে, অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে জন্মহার আগে বেশি ছিল, কিন্তু এখন হ্রাস পাচ্ছে। তিনি বলেন, “এটি প্রকৃতির নিয়ম। যখন সম্পদ হ্রাস পায় এবং জনসংখ্যা বৃদ্ধি পায়, তখন এই ঘটনা ঘটে। তবে সকলেরই উচিত নতুন প্রজন্মকে তিন সন্তান ধারণের জন্য প্রস্তুত করা।”

ভাগবতের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ, কারণ গত বছর চিনকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়েছে ভারত। জুন মাসে জাতিসংঘের একটি নতুন প্রতিবেদন দেখা গিয়েছে, ভারতের বর্তমান প্রজনন হার প্রয়োজনের তুলনায় কমে গিয়েছে। দ্য রিয়েল ফার্টিলিটি ক্রাইসিস নামের এই প্রতিবেদনে দেখা গিয়েছে, ভারতে প্রজননের হার মহিলা প্রতি ১.৯ হয়েছে, যা আসলে হওয়া উচিত ২.১। ভাগবতের তিন সন্তান নীতির প্রস্তাব এই প্রথম নয়। গত বছরের ডিসেম্বরে নাগপুরের এক অনুষ্ঠানে ভাগবত বলেন, জনসংখ্যা হ্রাস রোধ করতে প্রতি পরিবারে কমপক্ষে তিন সন্তান থাকা উচিত। নিজের দাবির সমর্থনে জনসংখ্যা বিজ্ঞানের কথা বলেন ভাগবত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *