কবে বাংলাদেশে জাতীয় নির্বাচন, ঘোষণা করলেন ইউনুস

কবে বাংলাদেশে জাতীয় নির্বাচন, ঘোষণা করলেন ইউনুস

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সুকুমার সরকার, ঢাকা: গুঞ্জন ছিল জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়েই নির্বাচনের ঘোষণা করতে পারেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সেই সম্ভাবনাই সত্যি হল। মঙ্গলবার ইউনুস জানিয়ে দিলেন আগামী বছরের শুরুতে, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে বাংলাদেশে।

এদিন বাংলাদেশের সময় অনুযায়ী, রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেন ইউনুস। এর আগে আজ বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন তিনি। পরে ভাষণ দেওয়ার সময় জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তির দিনই তিনি জানিয়ে দিলেন, সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচন আয়োজনই তাঁর সরকারের প্রধান কাজ। তাঁকে বলতে শোনা যায়, এবার সর্বশেষ দায়িত্ব পালনের পালা। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে বলে জানানো হয়েছে এদিন। তাতেই আর্জি জানানো হবে, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে।

এদিকে গত শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির নির্বাচন কেন দরকার, তার পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে বলেন, ‘‘এখন আমার সমস্যা হলে আমার তো যাওয়ারই জায়গা নেই। কার কাছে যাব, কোনো এমপি নেই তো। আছে? আমার কথা কে সংসদে বলবে, লোক নেই। কে সংসদে আমার দাবি নিয়ে কথা বলবে, লোক নেই। এ জন্যই আমাদের দ্রুত নির্বাচন দরকার, দ্রুত সংসদ দরকার, যে সংসদে আমরা আমাদের কথা বলতে পারব।’’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *