নব্যেন্দু হাজরা: স্টেশন সংস্কারের জন্য আগামী ন’মাস বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো স্টেশন। আর এই স্টেশন বন্ধের জেরে মানুষের ভোগান্তি বহুগুণ বেড়ে গিয়েছে। সেই সমস্যা মেটাতেই এবার কবি সুভাষ থেকে শহিদ ক্ষুদিরাম শাটল বাস সার্ভিস চালু করছে রাজ্য। আগামী সোমবার থেকে এই পরিষেবা পাবে যাত্রীরা। ৩২ সিটের এই বাস অফিস টাইমে সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেলে ৫টা থেকে ৮টা কবি সুভাষ-ক্ষুদিরাম মেট্রো স্টেশনের মধ্যে যাতায়াত করবে। যার ভাড়া ১০ টাকা।
নিউ গড়িয়া অঞ্চলের বাসিন্দারা জানাচ্ছেন বাড়ি থেকে বেরিয়ে মিনিট দশেকের মধ্যেই কবি সুভাষ পৌঁছে মেট্রো ধরে দ্রুত গন্তব্যে পৌঁছে যেতেন, তাঁদেরই এখন ক্ষুদিরাম পৌঁছতে ৪০ মিনিট লেগে যাচ্ছে। একই সঙ্গে বেড়ে গিয়েছে তাঁদের অটোর খরচও।
এদিকে কবি সুভাষ স্টেশন বন্ধের জেরে যাত্রী কমছে মেট্রোয়। কিছু মানুষ লোকাল ট্রেন থেকে নেমে অটোয় চেপে শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো ধরলেও অনেকে আবার এই পথ এড়িয়ে যাচ্ছেন। কারণ অটোয় বিরাট লাইন। কেউ বালিগঞ্জ স্টেশনে গিয়ে বাস ধরছেন। কেউ বিকল্প পথ বেছে নিচ্ছেন। আর তার জেরেই একেকদিন ২৫-৩০ হাজার যাত্রী মেট্রোয় কমে গিয়েছে বলে। সূত্রের খবর।
সাধারণ সময়ে দিনে সাড়ে পাঁচ থেকে পৌনে ছ’লক্ষের মধ্যে যাত্রী ঘোরাফেরা করে। কিন্তু গত তিন দিন সাড়ে পাঁচ লাখের গন্ডি টপকায়নি যাত্রী সংখ্যা। মেট্রো কর্তাদের কথায়, রোজ তো একই সংখ্যক যাত্রী মেট্রো ব্যবহার করেন না, কিন্তু গড়ে ধরতে গেলে হাজার পঁচিশেক যাত্রী কম চড়ছেন মেট্রোয়।
ক্যানিং, জয়নগর, ডায়মন্ডহারবার-সহ দক্ষিণ ২৪ পরগনায় প্রত্যন্ত অঞ্চলের বহু বাসিন্দা গড়িয়া স্টেশন, পাঁচপোতা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন, শুধু এই মেট্রো ধরে দ্রুত কর্মস্থলে যাওয়ার জন্য। এই সমস্ত যাত্রীদের একাংশ তাই মেট্রোর পথ না মাড়িয়ে বাইপাসে এসে বাস ধরছেন। কারণ, মেট্রো ধরতে গিয়ে তাঁদের বাড়ছে খরচ এবং সময় দুই-ই।
এক নিত্যযাত্রী যেমন বলেন, কবি সুভাষ থেকে শহিদ ক্ষুদিরামে মেট্রোয় চেপে পৌঁছতে সময় লাগত দু’মিনিট। এখন অটোয় গড়িয়া স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন গিয়ে তাঁর মেট্রো ধরতে ৪০ মিনিট লেগে যাচ্ছে। আগামী প্রায় এক বছর এই ভোগান্তি সঙ্গী হবে এই অঞ্চলের মানুষের।
অন্যদিকে ক্ষুদিরাম স্টেশনকে ঘিরে কার্যত একটি অটোস্ট্যান্ড তৈরি হয়ে গিয়েছে। ভিড় বেড়েছে এই স্টেশনে। রাস্তায় তৈরি হচ্ছে যানজটও। প্ল্যাটফর্মের একাধিক পিলারে ফাটল ধরা পড়ায় নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ স্টেশন পর্যন্ত সম্পূর্ণ মেরামত হয়ে ট্রেন চালু হতে প্রায় ১০ মাস। তত দিন পর্যন্ত উত্তর-দক্ষিণ মেট্রো শাখার দক্ষিণের প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরাম। আর তাই যাত্রীসুবিধায় এই শাটল পরিষেবা শুরু করছে পরিবহণ দপ্তর