কপালে সিঁদুর রুবেলের, শ্বেতার সিঁথি রাঙা, বৈদিক মতে বিয়ে সেলেব জুটির

কপালে সিঁদুর রুবেলের, শ্বেতার সিঁথি রাঙা, বৈদিক মতে বিয়ে সেলেব জুটির

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘চোখ তুলে দেখো না কে এসেছে’, গানের তালে নাচতে নাচতে বিয়ের আসরে ঢোকেন রুবেল। লাজে রাঙা কনে হেঁসে হেঁসে তা উপভোগ করেন। কিছুক্ষণের মধ্যেই মধুরেণ সমাপয়েৎ। জীবনের নয়া ইনিংস শুরু করলেন রুবেল-শ্বেতা। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিয়ে করলেন দুজনে। অভিনেতা রুবেলের কপালে সিঁদুর। শ্বেতার সিঁথিও রাঙা। নন্দিনী ভৌমিকের পৌরহিত্যে চার হাত এক হল তাঁদের। 

‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে নায়ক-নায়িকা হিসেবে কাজ করেছিলেন শ্বেতা-রুবেল। সেই থেকেই দু’জনের প্রেমের গুঞ্জন। প্রথমে বিষয়টি বন্ধুত্বই ছিল। তারপর শুরু হয় প্রেম। ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে পায়ে আঘাত পান রুবেল। করাতে হয় অস্ত্রোপচার। সেই সময়ও প্রেমিকের পাশে ছিলেন শ্বেতা। একে অন্যকে চোখে হারান তারকা যুগল। নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করতে থাকেন। এখন ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে সৃজনকে (রুবেল অভিনীত চরিত্র) নতুনভাবে দেখা যাচ্ছে। ওদিকে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে শ্যামলী (শ্বেতা অভিনীত চরিত্র) ও অনিকেতের (রণজয় বিষ্ণু) মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। তারই মাঝে জীবনের নয়া ইনিংস শুরু করলেন টলিপাড়ার লাভ বার্ডস।  

Sweta

রবিবাসরীয় সন্ধেয় নাগেরবাজারের একটি ব্যাঙ্কয়েটে বসে বিয়ের আসর। লাল রংয়ের বেনারসিতে সাজেন অভিনেত্রী। সঙ্গে নিজের পছন্দ করে কেনা মানানসই গয়নাও পরেন। বৈদিক মতেই বিয়ে সারেন তাঁরা। টেলিপাড়ার তারকা যুগলকে বিয়ে দেন নন্দিনী ভৌমিক।

sweta

রবিবার দুপুরে সামনে আসে অভিনেত্রীর গায়ে হলুদের ছবি। পরনে ছিল হলুদ-লাল পাড় চান্দেরি শাড়ি। গায়ে হলুদের অনুষ্ঠানে ফুলের গয়নায় সাজেন অভিনেত্রী। আটপৌরে ধাঁচে একেবারে বাঙালি সাজে ধরা দেন। মেকআপ আর্টিস্ট রুদ্র সাহার হাতের জাদুতে সাজেন শ্বেতা। রুবেলের পোশাকেও ছিল ভরপুর বাঙালিয়ানা। 

Haldi ceremony of Sweta Bhattacharya and Rubel Das

ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধুবান্ধব ছাড়াও বিনোদুনিয়ার অনেকেই শ্বেতা-রুবেলের বিয়েতে আমন্ত্রিতদের তালিকায়, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *