সৈকত মাইতি, তমলুক: পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ওয়ার্ডগার্লকে ‘ধর্ষণে’র ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় গ্রেপ্তার হাসপাতালেরই ফেসিলিটি ম্যানেজার পদে কর্মরত যুবক জাহির আব্বাস খান। নির্যাতিতা ও অভিযুক্ত দু’জনই একটি বেসরকারি সংস্থার মাধ্যমে ওই হাসপাতালে নিযুক্ত হয়েছিলেন। ওই ঘটনায় এবার কাঠগড়ায় ওই সংস্থা। ধর্ষণের অভিযোগ সামনে আসার ২৪ ঘণ্টার মধ্যে ওই সংস্থাকে শোকজ করা হল। পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্ব্য আধিকারিক ওই সংস্থাকে শোকজ করেছে।
২৪ ঘণ্টার মধ্যে ওই সংস্থাকে ওই শোকজের জবাব দিতে হবে বলে খবর। অভিযোগ, জাহির আব্বাস খান হাসপাতালের অনেক কর্মীর সঙ্গেই দুর্ব্যবহার করত। একাধিক মহিলা কর্মী তার নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ। জাহির আব্বাস খান ওই বেসরকারি সংস্থার মাধ্যমে হাসপাতালে কাজে নিযুক্ত হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অতীতে অভিযোগ উঠলেও কেন ওই সংস্থা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি? ওই যুবককে কি আড়াল করতে চাইছিল সংস্থা? হাসপাতালের মধ্যেই নিজেকে প্রভাবশালী বলে পরিচয় দিত ওই যুবক! ওই সংস্থা কি কিছুই জানত না? সেই প্রশ্ন উঠেছে।
কেন ওই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? সেই প্রশ্নও উঠেছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় জানিয়েছেন, “ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। রিপোর্ট না এলে কিছু বলা যাবে না। কিন্তু এমন ঘটনা যাতে না ঘটে, সেজন্য কড়া পদক্ষেপের ভাবনাচিন্তা চলছে।” ওই বেসরকারি সংস্থা হাসপাতালে উন্নতমানের পরিষেবা ও নিরাপত্তার দেওয়ার জন্য কর্মী নিয়োগ করে থাকে। ওই কর্মীই যদি এমন ন্যক্কারজনক ঘটনা ঘটায়, তাহলে হাসপাতালের অন্যান্য কর্মী-রোগীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন থাকবে। হাসপাতালের তরফেও তদন্ত শুরু হয়েছে।
ওই হাসপাতালেই বেসরকারি সংস্থার মাধ্যমে কাজে নিযুক্ত ওই তরুণী। তিনি হাসপাতালে ওয়ার্ডগার্ল হিসেবে কর্মরত বলে জানা গিয়েছে। অভিযুক্ত শেখ জাইর আব্বাস খান ওই হাসপাতালেরই ফেসিলিটি ম্যানেজারের পদে কর্মরত। অভিযোগ, গত ১৪ তারিখ কোনও এক ছুতোয় ওই মহিলা কর্মীকে ডেকেছিল ওই যুবক। কাজ থেকে বরখাস্ত করে দেওয়ার হুমকি দিয়ে হাসপাতালের মধ্যেই ওই যুবক তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। কাউকে কিছু না জানাতে ভয় দেখানো হয়! সোমবার ওই ঘটনাটি সামনে আসে। গতকালই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আজ, মঙ্গলবার ধৃতকে তমলুক আদালতে তোলা হয়েছে। এদিনও হাসপাতাল চত্বরে উত্তেজনা রয়েছে। বেলায় বিক্ষোভও চলে।