কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ‘উসকানিমূলক’ মন্তব্য বিতর্কে মিঠুনকে রক্ষাকবচ হাই কোর্টের

কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ‘উসকানিমূলক’ মন্তব্য বিতর্কে মিঠুনকে রক্ষাকবচ হাই কোর্টের

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাময়িক স্বস্তিতে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। ‘উসকানিমূলক’ মন্তব্য বিতর্কে তাঁকে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, সাফ জানালেন বিচারপতি।

গতবছরের ২৭ অক্টোবর বঙ্গসফরে এসেছিলেন অমিত শাহ। লক্ষ্য ছিল কর্মীদের নতুন করে চাঙ্গা করা। সল্টলেকের প্রেক্ষাগৃহে সেই অনুষ্ঠানে হাজির ছিলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সেখানে তাঁর মুখে রীতিমতো অতীতের নকশালপন্থীদের মতো কথা শোনা গিয়েছিল। শাসকদল তৃণমূলকে বিঁধতে গিয়ে মিঠুনের মুখে শোনা গিয়েছিল, “এখানকার এক নেতা বলেছিলেন, হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভেবেছিলাম, মুখ্যমন্ত্রী তাঁকে কিছু বলবেন, বলেননি। কিন্তু আমি বলছি, তোমাকে তোমার মাটিতেই পুঁতে দেব।” সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বিধাননগর দক্ষিণ থানা ও বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল।

মঙ্গলবার কলকাতা হাই কোর্টে ছিল সেই মামলার শুনানি। সেখানেই বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন, অভিনেতার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগে ছবির সংলাপ বলে বিতর্কে জড়িয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেবারও দায়ের হয়েছিল মামলা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *