কখনও একে-অপরের দিকে ভরসার হাত, কখনও কানে-কানে ফিসফাস! ইন্ডাস্ট্রি দেখল দেব-শুভশ্রীর ‘বন্ধুত্ব’

কখনও একে-অপরের দিকে ভরসার হাত, কখনও কানে-কানে ফিসফাস! ইন্ডাস্ট্রি দেখল দেব-শুভশ্রীর ‘বন্ধুত্ব’

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার দুপুর। দেশু জুটিকে স্বাগত জানাতে নৈহাটির রাস্তায় আছড়ে পড়ল জনসমুদ্র। নির্ধারিত সময়ে রং মিলান্তি ‘প্রাক্তন’ জুটি এলেন বড়মার দরবারে। পুজো দিলেন। উপস্থিত জনঅরণ্যের দিকে চুমু ছুড়লেন। আর হাইভোল্টেজ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের মতোই আরও একবার মন জয় করলেন দেব-শুভশ্রী। সেসব টুকরো ফ্রেমবন্দি মুহূর্তই এখন নেটপাড়ার আতসকাচে।

কখনও মন্দিরে পাশাপাশি বসে করজোড়ে ‘ধূমকেতু’র জন্য দেব-শুভশ্রীর প্রার্থনা, আবার কখনও বা কানে-কানে ফিসফাস, আবার কখনও একে-অপরের দিকে বাড়িয়ে দিলেন ভরসার হাত। ভিড়ের মাঝে শুভশ্রীকে আগলে গাড়ি পর্যন্ত পৌঁছেও দিলেন দেব। আর ইন্ডাস্ট্রি দেখল দেব-শুভশ্রীর বন্ধুত্বের নতুন সমীকরণ। যার সাক্ষী রইলেন বড়মা। এদিন পুজো দিয়ে বেরনোর পর শুভশ্রীর সঙ্গে খোশমেজাজে দেখা গেল দেবকে। আবার কখনও বা নিচে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের দর্শন দেওয়ার জন্য একে-অপরের হাত ধরে চেয়ারের উপর দাঁড়ালেন। ফ্রেমবন্দি হল আরেকটি ব্লকবাস্টার দৃশ্য। যেখানে তাঁরা ভিড়ের মাঝে একে-অপরের দিকে বাড়িয়ে দিলেন ভরসার হাত। জনসমুদ্র সরিয়ে শুভশ্রীকে হাত ধরে আগলে গাড়ি পর্যন্ত পৌঁছেও দিলেন দেব। অনুরাগীদের মন্তব্য, ‘বাংলার শেষ সুপারস্টার জুটি দেব-শুভশ্রী।’ তাই তো ভক্তমহলে স্লোগান উঠেছে, ‘দেব-শুভশ্রী বিউটিফুল। হলে হলে হাউসফুল।’

রং মিলান্তি পোশাকে বড়মার মন্দিরে পাশাপাশি বসে প্রাক্তন জুটি। লাল শাড়ি। সিঁদুরে রাঙানো সিঁথি। করজোরে দেবের পাশে মায়ের পুজোয় মগ্ন শুভশ্রী। পাশেই লাল রঙের পাঞ্জাবিতে বসে দেব। একমনে মায়ের কাছে প্রার্থনায় রত টলিউড সুপারস্টার। বাংলা সিনেমার স্বার্থে পেশাদারিত্বকে এগিয়ে রেখে দেশু জুটি যেভাবে ফিরলেন, তাতে অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশের পারদ যে আরও চড়ল, তা বলাই বাহুল্য। বড়মায়ের মন্দির থেকে ‘প্রাক্তন’ তারকাজুটির এহেন ব্লকবাস্টার ফ্রেম দেখে উত্তেজনায় ফুটছেন তাঁরা। বাংলাজুড়ে যেভাবে ধূমকেতু ঝড় উঠেছে, তাতে এই ছবি যে বক্স অফিসে রেকর্ড ব্যবসা করবে, সেই ভবিষ্যদ্বাণী আগেই করেছে সিনেমহল। এবার ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে শুধু দেব-শুভশ্রী জুটির ম্যাজিক ফিরে পাওয়ার অপেক্ষা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *