কং জমানায় ভোটার লিস্টে কারচুপি! হাত শিবিরের অস্বস্তি বাড়িয়ে ইস্তফা কর্নাটকের ‘বিক্ষুব্ধ’ মন্ত্রীর

কং জমানায় ভোটার লিস্টে কারচুপি! হাত শিবিরের অস্বস্তি বাড়িয়ে ইস্তফা কর্নাটকের ‘বিক্ষুব্ধ’ মন্ত্রীর

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : বিশেষ নিবিড় সমীক্ষাকে (এসআইআর) কেন্দ্র করে ফুটছে জাতীয় রাজনীতি। ভোটার তালিকা সংশোধনের নামে ‘কারচুপি’ করছে কেন্দ্রের শাসক দল বিজেপি বলে সুর চড়িয়েছে জাতীয় কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। বিক্ষোভ, প্রতিবাদ, পালটা মিছিলে সরগরম দেশ। এই প্রেক্ষাপটে হাত শিবিরকে অস্বস্তিতে ফেলে কর্নাটকের ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরব হয়েছেন রাজ্যেরই মন্ত্রী কে এন রাজন্না। এই ‘অপরাধে’ই শেষমেশ পদ খোয়াতে হল তাঁকে। সোমবার হাই কমান্ডের নির্দেশ মেনে পদত্যাগ করেছেন রাজন্না বলে সূত্রের খবর।

শোনা যাচ্ছে, রাজন্নার এই বিতর্কিত মন্তব্যের পর বর্ষীয়ান কংগ্রেস নেতার উপর বেজায় চটেছেন রাহুল গান্ধী,মল্লিকার্জুন খাড়গেরা।তাঁদের নির্দেশেই রাজন্না পদত্যাগ করেছেন। আরও জানা যাচ্ছে,শুরুতে নাকি রাজন্না মোটেও ইস্তফা দিতে চাননি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে এই প্রসঙ্গে কোনওরকম মুখ খুলতেও চাননি তিনি।অবশ্য শেষ পর্যন্ত হাইকমান্ডের চাপের মুখেই নাকি ইস্তফা দিতে বাধ্য হয়েছেন কে এস রাজন্না।গোটা দেশ জুড়ে যখন বিশেষ নিবিড় সংশোধন(SIR) নিয়ে বিজেপিকে আক্রমণের পথে হাঁটছে কংগ্রেস।তখন কর্নাটকের মন্ত্রীর বিতর্কিত মন্তব্যকে যে কেন্দ্রের শাসক দল অস্ত্র করবে,তা বলার অপেক্ষা রাখে না।ইতিমধ্যেইএই ইস্যু নিয়ে কংগ্রেসকে একহাত নিয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য ।

বিহারে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন(SIR)এর প্রতিবাদে যখন দিল্লি উত্তাল। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি নির্বাচন কমিশনের সদর দফতরে ঘেরাওয়ের কর্মসূচী নিচ্ছে,এই পরিস্থিতির মধ্যেই কর্নাটকের মন্ত্রী কে এন রাজন্না মন্তব্য করেন,”কর্নাটকে ভোটার তালিকায় চুড়ান্ত অনিয়ম হয়েছে।” তাঁর আরও দাবি,”ভোটার তালিকা নির্মাণের প্রক্রিয়ায় যথেষ্ট অনিয়ম হয়েছে।সময় মতো তা সংশোধনের উপায় থাকলেও দলের অনিচ্ছার কারণে,তা সংশোধন করা সম্ভব হয় নি। চোখের সামনে ভোটার তালিকায় অনিয়ম দেখা স্বত্বেও চুপ থাকতে হয়েছে। এর জন্য আমাদের লজ্জা পাওয়া উচিৎ।”

রাজন্নার এহেন মন্তব্য প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে কংগ্রেস হাই কমান্ড। সোমবার কে এন রাজন্না পদত্যাগপত্র মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে পাঠিয়ে দিয়েছেন বলেই জানা যাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *