‘কংগ্রেস পরজীবী, নিজে ডোবে, সঙ্গীকেও ডোবায়’, দিল্লিতে জিতে ‘হাত’কে একহাত নিলেন মোদি

‘কংগ্রেস পরজীবী, নিজে ডোবে, সঙ্গীকেও ডোবায়’, দিল্লিতে জিতে ‘হাত’কে একহাত নিলেন মোদি

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৭ বছরের খরা কাটিয়ে দিল্লিতে ফের ফুটেছে কমল। রাজধানীর মাটিতে ঐতিহাসিক জয়ের পর আপ তো বটেই কংগ্রেসকেও তোপ দাগতে ছাড়লেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেসকে ‘আরবান নকশাল’ বলে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বললেন, ”কংগ্রেস পরজীবী। এরা নিজেরা ডোবে সঙ্গীকে ডোবায়।”

৭০ আসনের দিল্লিতে ৪৮টি আসনে জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে মাত্র ২২ আসনে পেয়েছে আপ। ধরাশায়ী হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়ার মতো ভিভিআইপি মুখ। তবে সবচেয়ে খারাপ অবস্থা কংগ্রেসের। রাজধানীতে এবারও একটিও আসন পায়নি শতাব্দী প্রাচীন দল। অভিযোগ উঠছে, দিল্লিতে এবার নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করেছে হাত শিবির। এহেন গুঞ্জনের মাঝেই সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে দলের জয়ের সাফল্যে দিল্লিবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নিশানায় নেন কংগ্রেসকে। মোদি বলেন, “পরপর ৬ বার দিল্লির নির্বাচনে খাতা খুলতে পারেনি কংগ্রেস। এরা পরাজয়ের গোল্ড মেডেল পেয়েছে। মানুষ এদের আর ভরসা করে না।”

এরপরই সুর চড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, “গোটা দেশের নির্বাচনগুলি দেখুন। স্পষ্ট হয়ে যাবে কংগ্রেস হল আসলে পরজীবী দল। এরা নিজেরা ডোবে সঙ্গীদেরও ডোবায়। এরা একের পর এক নিজের সহযোগীদের শেষ করছে। এরা সহযোগীর প্রতিশ্রুতি চুরি করে তারপর তাদের ভোটব্যাঙ্কে থাবা বসায়। বিহারে জাতিবাদের হাওয়া তুলে ওদের সহযোগী আরজেডিকে গিলছে। এবার দিল্লিতে নিশ্চিত হয়ে গেল। যে কংগ্রেসের হাত ধরে সে শেষ হয়েছে।” শুধু তাই নয় কংগ্রেসকে আরবান নকশাল বলে তোপ দেগে মোদি আরও বলেন, “স্বাধীনতার পর কয়েক দশক যে কংগ্রেস ছিল, তা আজ আর নেই। এরা আরবান নকশাল হয়েছে। এদের চিন্তাভাবনা রাষ্ট্রকে ধ্বংস করে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *