সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের ইংল্যান্ড সফর ভারতীয় টিমের কাছে বাড়তি চ্যালেঞ্জের। ইংল্যান্ডে যদি শুভমানরা ভালো রেজাল্ট করতে পারেন, তাহলে ঠিক আছে। পারফরম্যান্স খারাপ হলে, কোচ গৌতম গম্ভীরকেও প্রশ্নের মুখে পড়তে হবে। ভারতীয় কোচ নিজেও সেটা জানেন। তবে, সেই সব চাপ গায়ে মাখছেন না তিনি। আপাতত তিনি ‘কামব্যাক ম্যান’ করুণ নায়ার-সহ গোটা তরুণ ব্রিগেডকে নিয়ে মজেছেন।
যোধপুরের এই ক্রিকেটারকে নিয়ে কী বললেন টিম ইন্ডিয়ার হেডকোচ? গম্ভীরের কথায়, “প্রত্যাবর্তন সহজ নয়। তাও আবার সাত বছর পর। গত বছর অসাধারণ কেটেছে ওর। অনেক রান করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ও কখনও হাল ছাড়েনি। ওর মধ্যে একটা হার না মানা মনোভাব রয়েছে। আর সেটাই ওর কামব্যাকের সহায়ক। এটা দলের প্রত্যেকের কাছে অনুপ্রেরণার।”
বিসিসিআই টিভিতে পোস্ট করা একটি ভিডিওতে গম্ভীর আরও বলেন, “প্রথম টেস্টে সুযোগ পাওয়া সব সময় খুবই স্পেশাল। আমি সাই সুদর্শনকে স্বাগত জানাতে চাই। গত তিন মাস ওর দুর্দান্ত কেটেছে। আশা করব, লাল বলের কেরিয়ারেও সফল হবে। অর্শদীপকেও স্বাগত জানাব। ও সাদা বলের ক্রিকেটে দারুণ খেলেছে। আশা করব এবার ও টেস্ট ক্রিকেটেও নিজেকে মূল্যবান করে তুলবে।”
তাছাড়াও গিলকে উদ্দেশ্য করে তিনি বলেন, “অভিনন্দন জানাব শুভমানকে। টেস্ট দলকে নেতৃত্ব দিতে চলেছে ও। এরচেয়ে বড় সম্মান আর কিছু নেই। অভিনন্দন ঋষভকেও। পন্থও কিন্তু নেতৃত্ব দলের অংশ।” ২০ জুন থেকে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের ইংল্যান্ড সিরিজ। প্রথম টেস্ট লিডসে। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে।