‘ওরা বোলারদের বেধড়ক পেটাবে’, মহারণের আগে ভারতকেই এগিয়ে রাখছেন শোয়েব

‘ওরা বোলারদের বেধড়ক পেটাবে’, মহারণের আগে ভারতকেই এগিয়ে রাখছেন শোয়েব

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবাসরীয় সন্ধ্যায় ভারত-পাকিস্তান মহারণ। উপমাহাদেশের এই ‘ক্রিকেটযুদ্ধে’ ভারতকেই এগিয়ে রাখলেন প্রাক্তন পাকিস্তানি পেসার শোয়েব আখতার। অন্যদিকে, পাকিস্তানেরও যে সুযোগ রয়েছে, সে কথা মনে করিয়ে দিয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক মিসবাহ-উল-হক। তিনি মনে করেন, বিরাট কোহলির না থাকায় পাকিস্তান দলের কাছে কিছুটা হলেও সুবিধার।

শোয়েব বলেন, “এটা স্পষ্ট যে ওরা আধিপত্য নিয়ে খেলতে চাইবে। ওরা বোলারদের বেধড়ক পেটাবে। ওটা সহজেই বোঝা যায়। বাড়িয়ে বললে, ফাইনালে ওরা পাকিস্তান নয়, আফগান্তিস্তানের সঙ্গে খেলতে চায়।” এভাবেই তিনি টিম ইন্ডিয়াকে এগিয়ে রাখলেন।

তবে পাকিস্তানেরও সুযোগ রয়েছে। এ কথা মনে করিয়ে দিয়ে প্রাক্তন পাক অধিনায়ক মিসবাহ-উল-হক বলেন, “ভারত যদি শুরুতেই দু’টো উইকেট হারায়, তাহলে পাকিস্তানেরও ভালো সুযোগ রয়েছে। আসলে ওদের দলে বিরাট কোহলি নেই। নতুনরা তো আমাদের বোলারদের বিরুদ্ধে খেলেওনি। তাই বোলাররা যদি ওদের উপরের সারির ব্যাটারদের আউট করতে পারে, তাহলে ভালো সুযোগ রয়েছে পাকিস্তানের।”

তাহলে কি কোহলির না থাকায় ফ্যাক্টর হতে চলেছে? এসব প্রশ্নের কোনও গুরুত্ব নেই রতের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্তের কাছে। তাঁর মতে, ধারেভারে অনেক এগিয়ে টিম ইন্ডিয়া। অন্যদিকে, পাকিস্তানকে ‘সাদামাটা দল’ বলে কটাক্ষও করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *