‘ওয়ার ২’ ছবিতে অভিনয় করে কত পারিশ্রমিক পেলেন হৃতিক-এনটিআর? কে কাকে টপকালেন

‘ওয়ার ২’ ছবিতে অভিনয় করে কত পারিশ্রমিক পেলেন হৃতিক-এনটিআর? কে কাকে টপকালেন

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যশরাজ ফিল্মসের আগামী মেগাবাজেট ছবি ‘ওয়ার ২’ নিয়ে ইতিমধ্যেই দর্শকের মনে এক আলাদা উন্মাদনা তৈরি হয়েছে ইতিমধ্যেই। বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর-এর অনস্ক্রিন দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁদের অনুরাগীরা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার থেকে টিজার ও ট্রেলারের মতো প্রচারঝলক। মেগাবাজেট এই ছবিতে ঠিক কত পারিশ্রমিক নিচ্ছেন অভিনেতা- অভিনেত্রীরা এই নিয়ে অনুরাগীদের মনে এক কৌতূহল রয়েছেই। এবার তা জানা যাচ্ছে সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা যাচ্ছে যে, অয়ন মুখোপাধ্যায়ের এই ছবির মোট বাজেট ৪০০ কোটি টাকা। যা পিছনে ফেলেছে সলমনের ‘টাইগার থ্রি’ ও শাহরুখের ‘পাঠান’ ছবির বাজেটকেও। শুধু তাই নয় এর পাশাপাশি জানা যাচ্ছে যে, এই ছবির জন্য নাকি জুনিয়র এনটিআর নিয়েছেন প্রায় ৭০ কোটি টাকা পারিশ্রমিক। অন্যদিকে হৃতিক নাকি এই ছবির পারিশ্রমিক বাবদ নিয়েছেন নাকি ৫০ কোটি টাকা। এখানেই শেষ নয়, এই ছবিতে অনিল কাপুর ও কিয়ারা আডবানির পারিশ্রমিক যথাক্রমে ১০ কোটি ও ১৫ কোটি বলেই শোনা যাচ্ছে।

Hrithik Roshan, Jr NTR's new 'WAR 2' looks revealed? Here is what we know

ইতিমধ্যেই হৃতিকের ‘রাফ অ্যান্ড টাফ’ লুক দেখে মজেছেন তাঁর অনুরাগীরা। উল্লেখ্য, ২০১৯ সালে যশরাজ ফিল্মসের ব্লকবাস্টার ‘ওয়ার’- এর সিক্যুয়েল এই ‘ওয়ার টু’। আগামী ১৪ আগস্ট হিন্দি, তামিল, তেলেগু ভাষাতে মুক্তি পাবে ছবি। ইতিমধ্যেই টিজারের ঝলক দেখে হৃতিকের পোস্টে তাঁর কাজের প্রশংসা করেছেন বান্ধবী সাবা আজাদ। একই সঙ্গে সুপারস্টারকে নতুন কাজের জন্য শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রাক্তন স্ত্রী সুজান খানও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *