‘ওয়ার্কলোডের বালাই নেই’, সিরাজের বিধ্বংসী বোলিংয়ে মুগ্ধ নেটপাড়া, প্রশংসিত আকাশ দীপও

‘ওয়ার্কলোডের বালাই নেই’, সিরাজের বিধ্বংসী বোলিংয়ে মুগ্ধ নেটপাড়া, প্রশংসিত আকাশ দীপও

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম একাদশে জশপ্রীত বুমরাহ নেই। কুছ পরোয়া নেই, মহম্মদ সিরাজ আছেন। অফ ফর্ম নিয়ে সমালোচনা। কুছ পরোয়া নেই। ইনিংসে ছয় উইকেট তুলে সমালোচকদের জবাব দেবেন সিরাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে দ্বিতীয় টেস্টে তিনি ঠিক সেই কাজটাই করলেন, যা এতদিন ধরে করে এসেছেন। আকাশ দীপের সঙ্গে জুটি বেঁধে ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা ইংল্যান্ডকে শাসন করলেন সিরাজ। যা দেখে মুগ্ধ নেটিজেনরা।

তাদের বক্তব্য, ‘শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার নাম মহম্মদ সিরাজ’। অনেকে বলছেন, ‘কখনও ওয়ার্কলোড নিয়ে ভাবে না, কখনও অভিযোগ করে না। সবসময় আগুন ঝরাতে প্রস্তুত।’ আবার কেউ লিখেছেন, ‘একেই বলে কামব্যাকের রাজা’। সিরাজের প্রশংসায় পঞ্চমুখ ইরফান পাঠানও। ইংল্যান্ডের মাটিতে এটাই সিরাজের প্রথম পাঁচ উইকেট। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকাতেও ‘পাঞ্জা’ রয়েছে তাঁর নামে।



অন্যদিকে প্রশংসা প্রাপ্য আকাশ দীপেরও। এদিন ভারতকে ম্যাচে ফেরালেন তিনিই। তাঁর প্রশংসা করে ইরফান পাঠান লিখেছেন, ‘আকাশ দীপকে দেখে মুগ্ধ হতে হয়। যেভাবে সিম করিয়েছে, যেভাবে ব্যাক স্পিন করিয়েছে, তা সর্বোচ্চ মানের।’

তৃতীয় দিনের শুরুটা ভালো করেও অ্যাডভান্টেজ নিতে পারেনি টিম ইন্ডিয়া। ভারতের ৫৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৩ উইকেটে ৭৭। শুক্রবার শুরুতেই ইংরেজদের ঝটকা দেন মহম্মদ সিরাজ। ২২তম ওভারে তিনি পরপর ফেরান জো রুট (২২) এবং বেন স্টোকসকে (০)। একসময় ৮৪ রানে ৫ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। সেখান থেকে ৩০৩ রানের পার্টনারশিপ গড়েন স্মিথ ও ব্রুক।

ভারতকে ম্যাচে ফেরালেন বাংলার আকাশ দীপ। প্রসিদ্ধ কৃষ্ণ, নীতীশকুমার রেড্ডি বা রবীন্দ্র জাদেজারা যেটা করতে পারছিলেন না, সেটাই ফের করলেন বাংলার আকাশ দীপ। যে ইনসুইংটা তিনি তুলে রেখেছিলেন, তা হ্যারি ব্রুক (১৫৮) বুঝলেন একটু দেরিতে। যাবতীয় সমালোচনার উত্তর দিয়ে টিম ইন্ডিয়ার বোলিংকে একার দায়িত্বে টানলেন মহম্মদ সিরাজ (৭০/৬)। ক্রিস ওকসকে স্লিপে আউট করে ফেরালেন আকাশ দীপ। তিনি ৮৮ রান দিয়ে তুললেন চার উইকেট। তারপর কার্স, টং, বশির তিনজনেই সিরাজের বলে শূন্য করে ফিরলেন। দুই পেসারের দাপটে জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *