ওয়াকফ ইস্যুতে নতুন করে অশান্ত সামশেরগঞ্জ! ধুলিয়ান যাওয়ার অনুমতি চেয়ে হাই কোর্টে শুভেন্দু

ওয়াকফ ইস্যুতে নতুন করে অশান্ত সামশেরগঞ্জ! ধুলিয়ান যাওয়ার অনুমতি চেয়ে হাই কোর্টে শুভেন্দু

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


গোবিন্দ রায় ও শাহজাদ হোসেন: মুর্শিদাবাদের ধুলিয়ানে যেতে হাই কোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ধুলিয়ানে তাঁকে যাওয়ার অনুমতি দিচ্ছে না পুলিশ। আজ, বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি। অন্যদিকে, সামশেরগঞ্জে বুধবার নতুন করে বোমাবাজিতে ২জন আহত। এছাড়াও ধুলিয়ান পুরসভায় একটি দোকানে আগুন। শর্ট সাকিট থেকে সেই আগুন বলে দাবি পুলিশের।

নবাবের জেলায় ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ‘গুন্ডামি’র আকার নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সেখানে অন্য দলের নেতা-নেত্রী গিয়েছেন। কিন্তু  শুভেন্দুকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না বলে দাবি বিরোধী দলনেতার। তাঁর আইনজীবীর বক্তব্য, এই সময়ের মধ্যে অন্য দলের নেতা নেত্রীরা ধুলিয়ানে গিয়েছেন। শুভেন্দু যেতে চেয়ে পুলিশের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু পুলিশ অনুমতি দেয় নি।  আদালত সূত্রে জানা গিয়েছে বুধবার দুপুরেই এই মামলার শুনানি হবে।

এদিকে, নবাবের জেলায় অশান্তি যেন মিটেও মিটছে না! সামশেরগঞ্জে বুধবার নতুন করে বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় দু’জন আহত বলে খবর। আহতদের জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, ধুলিয়ান পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে বিধান সরণীতে উপ-পুরপ্রধানের ভাই প্রবীর সাহার স্টেশনারি দোকানে আগুন লাগে। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ালেও, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশের দাবি, শর্ট সাকিট থেকে আগুন লেগেছে। ওই এলাকায় দুই সম্প্রদায়ের দোকান রয়েছে। তাঁদের প্রত্যেকের দাবি, কী থেকে আগুন বোঝা যায়নি ঠিকই। কিন্তু ঘটনার তদন্ত করে দেখা হোক। কেউ আগুন লাগিয়েছে না কি, অগ্নিকাণ্ড দুর্ঘটনা।   



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *