ঐতিহাসিক সিরিজের আগে মহাবিভ্রাট! কোচ গেলেন দুবাই, দল রইল নেপালেই, কিন্তু কেন?

ঐতিহাসিক সিরিজের আগে মহাবিভ্রাট! কোচ গেলেন দুবাই, দল রইল নেপালেই, কিন্তু কেন?

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাসের সামনে নেপালের ক্রিকেট দল। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্রিকেট মাঠে নয়া কাহিনি লিখতে চলেছে তারা। কিন্তু তার আগেই মহাবিভ্রাট। ভিসা সমস্যায় অধিকাংশ প্লেয়ার নেপালেই আটকে যান। অন্যদিকে কোচেরা দুদিন আগেই পৌঁছে যান দুবাইয়ে।

২৭ সেপ্টেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেপালের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। যার নাম ‘ইউনিটি কাপ’। এই প্রথমবার তারা কোনও টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে। কিন্তু জানা যাচ্ছে, নেপালের অধিকাংশ প্লেয়ারের ভিসা মঞ্জুর হতে সমস্যা হয়। যেখানে কোচ স্টুয়ার্ট ল ও সহকারী কোচ জ্ঞানেন্দ্র মাল্লা দুবাইয়ে পৌঁছে যান। সমস্যার সমাধান করার জন্য নেপালের ক্রিকেট সংস্থা বিষয়টি নিয়ে আইসিসি ও এমিরেটস ক্রিকেট সংস্থার সঙ্গে কথা বলে। অবশেষে রবিবার সন্ধ্যায় সমস্যা মেটে। সোমবার তারা সংযুক্ত আরব আমিরশাহীর উদ্দেশে পাড়ি দেবে।

আইসিসি’র টি-টোয়েন্টি বিশ্বকাপের আঞ্চলিক যোগ্যতা অর্জন পর্বের আগে নেপাল ভালো প্রস্তুতি নিতে পারবে ইউনিটি কাপে। পাশাপাশি টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে এটা তাদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে এই সিরিজকে একেবারেই হালকা ভাবে নিচ্ছে না। সাই হোপ, আলজারি জোসেফ, জনসন চার্লসদের বিশ্রাম দেওয়া হয়েছে ঠিকই। তবে আকিল হোসেন, ফাবিয়ান অ্যালান, জেসন হোল্ডারের মতো প্লেয়াররা খেলবেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নেপাল। কিন্তু তার আগে নেপালের প্লেয়ারদের দুবাইয়ে পৌঁছনোর অপেক্ষা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *