স্টাফ রিপোর্টার: এসিএল টু-র প্রথম ম্যাচ খেলতে নামার আগে এফসি গোয়ার সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে মোহনবাগান। আগামী মঙ্গলবার কিশোরভারতী স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। এই এসিএল মরশুমে টু-তে মোহনবাগানের পাশাপাশি ভারতের এফসি গোয়াও খেলবে। তারাও এই প্রতিযোগিতায় নামার আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে।
গতবার ডাবল করার পর এবার এসিএল টু-তে ভালো ফল লক্ষ্য মোহনবাগান ম্যানেজমেন্টের। সেই লক্ষ্য নিয়েই জেমি ম্যাকলারেন, জেসন কামিংসদের পাশাপাশি আক্রমণভাগ শক্তিশালী করতে ব্রাজিলীয় ফুটবলার রবসন রবিনহোকে দলে নিয়েছে তাঁরা। বুধবার তিনি দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলনে নেমে পড়েছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে ফিট হতে পারলে তাঁকেও দেখা যেতে পারে এসিএল টু-এর প্রথম হোম ম্যাচে।
এই ম্যাচে নামার আগে এফসি গোয়ার বিরুদ্ধ প্রস্তুতি ম্যাচটিকে খুবই গুরুত্ব দিচ্ছেন মোহনবাগান কোচ জোস মোলিনা। ফ্লাড লাইটে ম্যাচটি হলেও ক্লোজ ডোর ম্যাচ হতে পারে। নতুন বিদেশি রবসন সদ্য যোগ দিয়েছেন টিমের সঙ্গে। এসিএল-টু’তে নামার আগে গোয়ার বিরুদ্ধে ওই প্রস্তুতি ম্যাচ হলে, তাঁকে দেখে নিতে পারবেন মোহনবাগান কোচ মোলিনা।
আগামী এসিএল টু’য়ের গ্রুপ পর্ব শুরু হবে ১৬ সেপ্টেম্বর থেকে। এই পর্বে রাউন্ড রবিন লিগের মাধ্যমে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে প্রত্যেক ক্লাব। ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই পর্ব। নকআউট পর্বের খেলা শুরু হবে ২০২৬ থেকে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’য়ের গ্রুপ পর্বে মোহনবাগান খেলবে ইরানের সেপাহান এসসি, জর্ডনের আল হুসেইন ও তুর্কমেনিস্তানের আহাল এফসির বিরুদ্ধে। হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে প্রত্যেক দল। অন্যদিকে গ্রুপ ডি’তে রয়েছে এফসি গোয়া। ওই গ্রুপে রয়েছে রোনাল্ডোর আল নাসের, আল জাওরা এসসি এবং এফসি ইস্তিকলোল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন