সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসএফআইয়ের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। সোমবার দুপুরে সল্টলেকের করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করেন এসএফআই কর্মী-সমর্থকরা। রাজ্যের শিক্ষাক্ষেত্রে একাধিক দাবিতে এই কর্মসূচি বলে জানা গিয়েছে। সেই অভিযান ঘিরেই জটিল হল পরিস্থিতি।
বিকাশ ভবনের আগেই মিছিল আটকে দেয় পুলিশ বাহিনী। মুহূর্তে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। আগে থেকেই গার্ডরেল দিয়ে রাস্তা আটকানো ছিল। সেই ব্যারিকেড ভেঙে এগোতে চান বিক্ষোভকারীরা। সেসময় বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ। অনেকে বিক্ষোভকারী রাস্তায় শুয়েও পড়েন। পরে বিক্ষোভকারীদের সেখান থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় যথেষ্ঠ উত্তপ্ত ওই এলাকা।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]