এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে তথ্য দিল রাজ্য

এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে তথ্য দিল রাজ্য

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


স্টাফ রিপোর্টার: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে রাজ‌্য রাজনীতি তেতে রয়েছে। একমাত্র বিজেপি বাদে কমবেশি সব রাজনৈতিক দলই এসআইআরের আড়ালে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার কলকাঠি নাড়ানো হচ্ছে বলে অভিযোগ ও আশঙ্কার কথা জানিয়েছে। বিজেপিও পালটা প্রতিক্রিয়া দিয়েছে। এর মধ্যেই বৃহস্পতিবার রাজ্যের ২৪টি জেলার ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।

এদিন বিকাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা-সহ মোট ২০টি জেলার ভোটার তালিকা রাজ্যের মুখ‌্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে আপলোড করা হলেও বাকি আছে উত্তর ২৪ পরগনা-সহ চার জেলা। কমিশন সূত্রে খবর, ওই চার জেলার ২০০২ সালের ভোটার তালিকাও এদিন রাতের মধ্যেই প্রকাশ করা হয়ে যাবে।

ভোটার তালিকার এসআইআরের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে, তা জানতে বুধবার জাতীয় নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছিল সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের। তারই ভিত্তিতে এদিন রাজ্যের সব জেলা থেকে আসা এসআইআর-প্রস্তুতি সংক্রান্ত রিপোর্ট একত্রিত করে পাঠিয়ে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। একইসঙ্গে এসআইআর হলে রাজ্যের সিইও-র দপ্তর যে এই মুহূর্তে প্রস্তুত, তাও পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

কমিশন আগেই জানিয়ে দিয়েছিল বুথ প্রতি সর্বোচ্চ ভোটার সংখ‌্যা হবে ১২০০। জানা যাচ্ছে, সেই নির্দেশিকা মেনে রাজ্যের ৮০৬৮০টি বুথ বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজারের কিছু বেশি। ইতিমধ্যেই বর্ধিত বুথের সংখ্যাও পাঠানো হয়েছে রাজ্যের সব স্বীকৃত রাজনৈতিক দলকে। এদিন ভোটার তালিকা প্রকাশ করে সিইও দপ্তর কমিশনকে জানিয়ে দিয়েছে, বাংলায় এসআইআর-এর জন্য তারা প্রস্তুত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *