এশিয়া কাপ ফাইনালে হারের শাস্তি, শাহিন-বাবরদের ‘ভাতে মারা’র নির্দেশিকা নকভির!

এশিয়া কাপ ফাইনালে হারের শাস্তি, শাহিন-বাবরদের ‘ভাতে মারা’র নির্দেশিকা নকভির!

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে উঠেও ভারতের কাছে হেরেছে পাকিস্তান। তার জেরে নিজেদের দেশের বোর্ড থেকেই বড়সড় শাস্তি পেতে চলেছেন শাহিন শাহ আফ্রিদিরা। পিসিবির নয়া নির্দেশিকায় বড়সড় আর্থিক ক্ষতি হতে পারে পাক ক্রিকেটারদের, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। অর্থাৎ এশিয়া কাপ হারের জ্বালা জুড়ানোর আগেই ফের ধাক্কা খাবেন পাক ক্রিকেটাররা।

পিসিবি সূত্র মারফত জানা গিয়েছে, বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার ছাড়পত্র বন্ধ করে দেওয়া হয়েছে। বিদেশি লিগগুলিতে খেলার জন্য বোর্ডের তরফে যে এনওসি দেওয়া হত, তা বন্ধ করে দিয়েছে পিসিবি। বোর্ডের এই সিদ্ধান্ত ক্রিকেটারদের জানিয়েও দেওয়া হয়েছে। কিন্তু কেন ছাড়পত্র দেওয়া বন্ধ হল, সেই বিষয়ে পিসিবির তরফে কিছু জানানো হয়নি। কিন্তু বোর্ডের তরফ থেকে এনওসি না পেলে বিগ ব্যাশ, SA20, ILT20-র মতো বিদেশি লিগগুলিতে পাক ক্রিকেটাররা খেলতে পারবেন না।

পিসিবির এই সিদ্ধান্ত কার্যত পাক ক্রিকেটারদের ভাতে মারার সমান। কারণ বাবর আজম, মহম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদির মতো ক্রিকেটাররা একাধিক বিদেশি লিগে খেলেন। সেখান থেকে মোটা অঙ্কের অর্থ উপার্জন করেন। কিন্তু এনওসি না পাওয়ার ফলে বিদেশি লিগগুলিতে তাঁরা খেলতে পারবেন না। ফলে আর্থিক দিক থেকে বড়সড় ধাক্কা খাবেন এই পাক ক্রিকেটাররা। এমনিতেই ক্রিকেটারদের বেতন দেওয়ার ক্ষেত্রে অন্যদের তুলনায় বহু পিছিয়ে পাকিস্তান। এহেন পরিস্থিতিতে বিদেশি লিগ থেকে আয়ের পথ বন্ধ হয়ে গেলে প্রবল আর্থিক সংকটে পড়বেন পাক তারকারা।

উল্লেখ্য, আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে বিগ ব্যাশ-সহ অন্যান্য বিদেশি লিগগুলি। তার আগে যদি পিসিবি নির্দেশিকা প্রত্যাহার না করে তাহলে এই মরশুমে খেলতেই পারবেন না শাহিনরা। অর্থাৎ এখন সলমন আলি আঘাদের শিরে সংক্রান্তি!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *