এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ধরাশায়ী বাংলাদেশ, কঠিন হয়ে গেল সুপার ফোরের রাস্তা

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ধরাশায়ী বাংলাদেশ, কঠিন হয়ে গেল সুপার ফোরের রাস্তা

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


বাংলাদেশ: ১৩৯/৫, ২০ ওভার (জাকের আলি ৪১, শামিম হোসেন ৪২, লিটন ২৮, হাসারঙ্গা ২/২৫)   
শ্রীলঙ্কা: ১৪০/৪, ১৪.৪ ওভার (পাথুম নিসাঙ্কা ৫০, কামিল মিশারা  ৪৬, মেহেদি হাসান ২/ ২৯) 

৬ উইকেটে জয় শ্রীলঙ্কার। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ধরাশায়ী বাংলাদেশ। কঠিন হয়ে গেল সুপার ফোরের রাস্তা। শনিবার ৬ উইকেটে জয় পেল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে বাংলাদেশ করেছিল ১৩৯ রান। তা যে প্রয়োজনের তুলনায় অনেকটাই কম বিষয়টা বোঝা গেল শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সময়। মাত্র ১৪.৪ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেল দ্বীপরাষ্ট্র।

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে জয় পেয়েছিল বাংলাদেশ। যদিও সেই ম্যাচেও দলের ব্যাটিং দুর্বলতা টের পাওয়া গিয়েছিল। শনিবার শ্রীলঙ্কা ম্যাচে লিটন দাস নির্ভর ব্যাটিংয়ের দৈন্যদশা প্রকট হল। এদিন টসে জিতে বোলিং নেয় শ্রীলঙ্কা অধিনায়ক চরিথ হাসালঙ্কা। ম্যাচ গড়াতেই বোঝা গেল সঠিক সিদ্ধান্ত। অন্যদিকে এদিন ক্যাপটেনস নক খেলতে পারলেন না লিটন। তিনি ২৬ বলে ২৮ রান করে আউট হয়ে যান। তার আগেই অবশ্য ইউকেটের পতন শুরু হয়ে গিয়েছিল। শেষ দিকে জাকের আলি (৪১) এবং শামিম হোসেন (৪২) লড়াই দেওয়ায় স্কোরবোর্ডে মানরক্ষার মতো রান ওঠে। শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনও মতে ৫ উইকেটে ১৩৯ তোলে বাংলাদেশ। দুরন্ত বল করলেন হাসারঙ্গা। ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। দ্বীপরাষ্ট্রের অন্য বোলাররাও তাঁকে সাহায্য করলেন।

অপরপক্ষে শ্রীলঙ্কা দ্রুত কুশল মেন্ডিসকে (৩) উইকেট হারালেও ভেঙে পড়েনি। দাপুটে ব্যাটিং করলেন পাথুম নিসাঙ্কা (৫০), কামিল মিশারা (৪৬)। দু’জনেই আগাগোড়া বাংলাদেশের বোলারদের উপরে দাপট দেখিয়েছেন। ফলে সহজেই লক্ষ্যে পৌঁছে গেল শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ১৪ ওভার ৪ বলে বাংলাদেশের রান টপকে যায় চারিথ হাসালঙ্কার দেশ। ৬ উইকেটে জয়ী হল তাঁরা।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *