এশিয়া কাপে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান! শত্রুতা ভুলে কোথায় খেলবে দুই দল?

এশিয়া কাপে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান! শত্রুতা ভুলে কোথায় খেলবে দুই দল?

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ কি আদৌ হবে? দীর্ঘ বৈঠকের পরেও সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি এসিসি প্রধান মহসিন নকভি। তবে বৃহস্পতিবার নকভি জানান, টুর্নামেন্ট নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা চলছে। তারপর থেকেই জল্পনা ছড়ায়, এই টুর্নামেন্টে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। তবে সরকারিভাবে এই বিষয়ে কিছুই জানা যায়নি।

প্রথমে শোনা গিয়েছিল, ২৪ জুলাই ঢাকায় যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হওয়ার কথা, তাতে যোগ দিতে চাইছে না বিসিসিআই। পরে অবশ্য অনলাইনে এই মিটিংয়ে যোগ দেন বিসিসিআইয়ের প্রতিনিধি। বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হন এসিসি প্রধান নকভি। সেখানেই তিনি জানান, কাউন্সিলের ২৫টি দেশই বৈঠকে যোগ দিয়েছে সেটা অত্যন্ত আনন্দের বিষয়। প্রত্যেক সদস্য দেশই রাজনীতির উর্ধ্বে উঠে ক্রিকেটের স্বার্থে কাজ করবে বলে আশাবাদী নকভি।

কিন্তু এদিনের বৈঠকের যে প্রধান অ্যাজেন্ডা, এশিয়া কাপ, সেই নিয়ে সদর্থক কিছু বলতে পারেননি এসিসি প্রধান। এশিয়া কাপ নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে কাউন্সিলের আলোচনা চলছে-এর বেশি আর কিছুই বলতে পারেননি তিনি। তবে সূত্র মারফত খবর ছড়ায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা এই বৈঠকে হাজির ছিলেন। তিনি এশিয়া কাপের জট কাটাতে উদ্যোগী হয়েছেন। তারপর প্রাথমিকভাবে এশিয়া কাপ নিয়ে আলোচনা হয়েছে।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ আয়োজিত হতে পারে। সেখানে ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখা হবে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, লেজেন্ডস লিগে ভারত-পাক ম্যাচ বাতিল হয়ে যাওয়ার পর এশিয়া কাপে কি দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে? দুই দল কি একে অপরের বিরুদ্ধে খেলতে রাজি হবে? যদিও গোটা বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছুই জানা যায়নি।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, এশিয়া কাপ শুরু হওয়ার কথা ৫ সেপ্টেম্বর। ফাইনাল ২১ সেপ্টেম্বর। আর ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা ৭ সেপ্টেম্বর। যদিও কোনও কিছুই এখনও চূড়ান্ত নয়। বৃহস্পতিবারের বৈঠকের পরেও সেই ধোঁয়াশা কাটেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *