সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে দুরন্ত ফর্মের পর টিম নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ইন্ডিয়ার ওপেনার অভিষেক শর্মা। ২৫ বছর বয়সি এই বাঁ-হাতি ব্যাটার ৯৩১ রেটিং পয়েন্ট অর্জন করেছেন। যা সর্বকালের সেরা নজির।
এর আগে এই নজির ছিল ইংল্যান্ডের ডেভিড মালানের নামে। ২০২০ সালে তাঁর রেটিং পয়েন্ট ছিল ৯১৯। অভিষেক তাঁকে তো বটেই, সূর্যকুমার যাদব এবং বিরাট কোহলিকেও পিছনে ফেলেছেন। সূর্যকুমারের কেরিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ৯১২। কোহলির সর্বোচ্চ রেটিং পয়েন্ট ৯০৯।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট। তৃতীয় স্থানে তিলক বর্মা। চতুর্থ ও পঞ্চম স্থানে জস বাটলার এবং পাথুম নিসঙ্কা। এশিয়া কাপের সেরা হয়েছিলেন অভিষেক শর্মা। সাত ম্যাচে ৩১৪ রান করে ১৩ লক্ষ টাকা এবং গাড়িও উপহার পেয়েছেন তিনি। অভিষেকের স্ট্রাইক রেট ছিল ২০০।
তিলক বর্মাও দুর্দান্ত ব্যাটিং করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ এবং ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৬৯ রান করেছেন। তাঁর রেটিং ২৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। তিনি তৃতীয় স্থানে রয়েছেন। শ্রীলঙ্কার পাথুম নিসঙ্কা ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে শীর্ষ পাঁচে উঠে এসেছেন। পাকিস্তানের সাহিবজাদা ফারহান ১১ ধাপ এগিয়ে ১৩তম স্থানে। সঞ্জু স্যামসন ৮ ধাপ এগিয়ে ৩১ নম্বরে রয়েছেন। অন্যদিকে, এশিয়া কাপ ফাইনালে ৪ উইকেট নেওয়া কুলদীপ যাদব ৯ ধাপ এগিয়ে ১২তম স্থানে রয়েছেন।