সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে দুজনেই ছিলেন স্বপ্নের ফর্মে। একজন টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছেন। আরেকজন ফাইনালে পাক বধের নায়ক। তবে এবার ছবিটা ভিন্ন। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে বেসরকারি ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রানের খাতা খুলতে পারলেন না অভিষেক। অন্যদিকে ৯৪ রান করেও ভারত ‘এ’-কে জেতাতে পারলেন না তিলক বর্মা। কানপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ভারত ৯ উইকেটে হারে।
এশিয়া কাপে ৩১৪ রান করেছিলেন অভিষেক। তারপর দিদির বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কিন্তু ভারত ‘এ’ দলের ম্যাচের জন্য রিসেপশনে থাকেননি। মাঠে যদিও সাফল্য পেলেন না। জ্যাক এডওয়ার্ডসের প্রথম বলেই আউট হন অভিষেক। রান পাননি অধিনায়ক শ্রেয়স আইয়ারও (৮)। ভারতের ৩ উইকেট পড়ে ১৭ রানের মধ্যে। সেখান থেকে পালটা লড়াই করেন তিলক বর্মা ও রিয়ান পরাগ। এশিয়া কাপ ফাইনালে ৬৯ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন। এবারও ভারতের রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত তিলক।
১২২ বলে ৯৪ রান করেন তিনি। ৫টি চারের পাশাপাশি মারেন ৪টি ছয়। অন্যদিকে রিয়ান ৫৪ বলে ৫৮ রান করেন। ৬টি চার ও একটি ছক্কা মারেন। শেষের দিকে হর্ষিত রানা ২১ রান ও রবি বিষ্ণোই ২৬ রান করেন। ৪৫.৫ ওভারে মাত্র ২৪৬ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। এডওয়ার্ডস ৫৬ রান দিয়ে ৪ উইকেট পান।
জবাবে অস্ট্রেলিয়াকে একেবারেই চাপের মুখে পড়তে হয়নি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার জন্য লক্ষ্য দাঁড়ায় ২৫ ওভারে ১৬০। ম্যাকেঞ্জি হার্ভে ৪৯ বলে ৭০ রান করেন। কুপার কনোলি হাফসেঞ্চুরি করেন। একমাত্র আউট হন জ্যাক ফ্রেজার ম্যাকগুর্ক। তাঁর উইকেট নেন নিশান্ত সিন্ধু। কিন্তু ভারতীয় বোলারদের মধ্যে অর্শদীপ সিং, হর্ষিত রানারা ব্যর্থ। ৯ উইকেটে জিতে ৩ ম্যাচের সিরিজে সমতা ফেরাল অজিরা।