এশিয়া কাপের দলে নিশ্চিত নন, নির্বাচকদের কঠোর সিদ্ধান্তের মুখে রিঙ্কু!

এশিয়া কাপের দলে নিশ্চিত নন, নির্বাচকদের কঠোর সিদ্ধান্তের মুখে রিঙ্কু!

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ঘোষিত হতে পারে এশিয়া কাপের জন্য ভারতীয় দল। সূত্রের খবর, অজিত আগরকরের নেতৃত্বে নির্বাচক প্যানেল দল নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে। অনেকেই বলছেন, রিঙ্কু সিংয়ের স্কোয়াড থেকে বাদ পড়ার সম্ভাবনার কথা। তাঁকে দলে নেওয়া হবে কি না, তা নিয়ে নাকি দ্বিধায় রয়েছেন নির্বাচকমণ্ডলীর অনেকেই।

বেশ কয়েক বছর আগে যশ দয়ালের ওভারে টানা পাঁচটি ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়ে প্রচারের আলোয় চলে এসেছিলেন রিঙ্কু। তাঁকে ভারতীয় দলে একজন ফিনিশার হিসেবেই দেখা হত। তবে, টি-টোয়েন্টি বিশ্বকাপে জন্য ভারতীয় দলে জায়গা না পাওয়ার পর থেকে রিঙ্কুর কেরিয়ারের গ্রাফ কিছুটা হ্রাস পেয়েছে। উল্লেখ্য, আলিগড়ের এই ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়ে যাওয়া হয়েছিল।

২০২৪ সালের আইপিএলে মাত্র ১১৩ বল খেলার সুযোগ পেয়েছিলেন রিঙ্কু। এমনকী গত আইপিএলেও পরিস্থিতির খুব একটা বদল হয়নি। খেলেছিলেন মাত্র ১৩৪ বল। মজার বিষয় হল, ২০২৪ সালে গম্ভীরই ছিলেন কেকেআরের মেন্টর। সেই গম্ভীর এখন টিম ইন্ডিয়ার হেডকোচ। সেই কারণে রিঙ্কুতে কতটা আস্থা রাখবেন তিনি, তা নিয়ে সন্দেহ। সেই কারণেই এই মুহূর্তে আগ বাড়িয়ে বলা যাবে না যে, আসন্ন এশিয়া কাপ কিংবা আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রিঙ্কু অটোমেটিক চয়েজ।

এদিকে মনে করা হচ্ছে, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (ব্যাটার-কিপার), তিলক বর্মা, অধিনায়ক সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া প্রথম পাঁচে জায়গা পাবেন। অন্যদিকে, শুভমান গিল, যশস্বী জয়সওয়ালরাও ফের টি-টোয়েন্টি দলে ফিরে আসতে পারেন। সেক্ষেত্রে ক্ষেত্রে প্রথম একাদশে রিঙ্কুর জায়গা বেশ টলমলই মনে হচ্ছে। তাছাড়াও দলে থাকবেন শ্রেয়স আইয়ারের মতো ক্রিকেটার। এই পরিস্থিতিতে এক প্রাক্তন জাতীয় নির্বাচক পিটিআইকে বলেন, “আমি অন্তত রিঙ্কুর জায়গা পাকাপোক্ত দেখছি না।” অনেকের ধারণা, রিঙ্কুর থেকে শিবম দুবে অনেক ভালো বিকল্প। প্রয়োজনে বল করার মতো দক্ষতাও রয়েছে তাঁর। সেই কারণে এই মুহূর্তে প্রশ্ন হল, রিঙ্কুকে কি বাদ দিয়েই ভারতীয় দল ঘোষণা করা হবে? উত্তর জানতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *