‘এভাবে আর কতদিন?’ তর সইছে না পন্থের, কবে ফিরবেন মাঠে?

‘এভাবে আর কতদিন?’ তর সইছে না পন্থের, কবে ফিরবেন মাঠে?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাঞ্চেস্টার টেস্টে ডান পয়ের আঙুলে ফ্র্যাকচারের কারণে ক্রিকেট থেকে এখন অনেকটাই দূরে ঋষভ পন্থ। এখন কেমন আছে ভারতীয় দলের এই উইকেটরক্ষক-ব্যাটারের চোট? কবে ভারতীয় দলের জার্সিতে আবার মাঠে নামতে পারবেন তিনি? সোশাল মিডিয়ায় এসব নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন পন্থ নিজেই।

ইনস্টাগ্রাম পোস্টে একটি ছবি দিয়ে ক্যাপশনে পন্থ লিখেছেন, ‘এভাবে আর কতদিন?’ সেখানে দেখা গিয়েছে, এখনও তাঁর বাঁ পায়ে ব্যান্ডেজ বাঁধা। এই পোস্ট থেকেই জল্পনা, ব্যান্ডেজ কাটতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। নেটিজেনরা বলছেন, এভাবে ঘরে বসে থাকতে ভালো লাগছে না তাঁর। মাঠে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন তিনি। সেই কারণেই উতলা হয়েই এই পোস্ট।

ক্রিস ওকসের বলেই রিভার্স সুইপ করতে গিয়েই বিপদ ডেকে এনেছিলেন পন্থ। জানা গিয়েছিল, ঋষভ পন্থের পায়ের আঙুলের চোটের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন নাও হতে পারে। কমপক্ষে ছ’সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। এশিয়া কাপের দলে তিনি সেই কারণেই নেই। চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। 

মনে করা হচ্ছে, চোট সেরে উঠলেও মাঠে নামার মতো ফিট হতে আরও বেশ কিছুদিন লাগতে পারে তাঁর। হয়তো বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করে ফিট সার্টিফিকেট নিয়ে আসতে হবে তাঁকে। তবে, পন্থের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে নিয়ে কোনওরকম তাড়াহুড়ো করতে চাইছে না বোর্ড। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে বলেই খবর। সেই কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজেও পন্থকে ভারতীয় দলে দেখাব যাবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। সব কিছু ঠিকঠাক চললে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দেখা যেতে পারে পন্থকে।

.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *