এবার NCRT-র উদ্যোগে তৃতীয় থেকে দ্বাদশে অপারেশন সিঁদুরের বিশেষ পাঠ! পড়ানো হবে সেনার বীরগাথা

এবার NCRT-র উদ্যোগে তৃতীয় থেকে দ্বাদশে অপারেশন সিঁদুরের বিশেষ পাঠ! পড়ানো হবে সেনার বীরগাথা

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের বীজ বুনতে বড় পদক্ষেপ এনসিআরটির। পাকিস্তানকে শিক্ষা দিতে ভারতের অপারেশন সিঁদুরের সাফল্য ও সেনার বীরগাথা তুলে ধরা হবে পড়ুয়াদের কাছে। জানা যাচ্ছে, তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ পাঠের উদ্যোগ নিচ্ছে এনসিইআরটি।

এনসিইআরটির তরফে জানা যাচ্ছে, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের অংশ হিসেবে যুক্ত হবে বিশেষ এই মডিউল। যেখানে অপারেশন সিঁদুরের পটভুমি, উদ্দেশ্য, কৌশল ও প্রভাবের পাশাপাশি সহজ ভাষায় সেনার বীরত্ব তুলে ধরা হবে। শুধু তাই নয়, থাকবে দেশের সামরিক শক্তি, সামরিক সাফল্য ও পাকিস্তানের বিরুদ্ধে সেনার সাফল্যের বিস্তারিত। ৮-১০ পাতা জায়গাজুড়ে থাকছে এই সংক্রান্ত যাবতীয় তথ্য। জানা যাচ্ছে, দুটি ভাগে থাকবে অপারেশন সিঁদুরের এই বিশেষ পাঠ। প্রথম মডিউলটি হবে তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ও দ্বিতীয় মডিউলটি নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য। মনে করা হচ্ছে, এই পদক্ষেপের জেরে দেশের আগামী প্রজন্ম সেনায় নিজের কেরিয়ার গড়তে উৎসাহী হবে।

শুধু তাই নয়, NCERT-এর তরফে জানা যাচ্ছে, অপারেশন সিঁদুর পড়ানোর জন্য শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে। যাতে তারা পড়ুয়াদের সঠিক তথ্য প্রদান করেন ও বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন। DIKSHA-এর মতো ডিজিটাল প্ল্যাটফর্মে এই সংক্রান্ত ভিডিও, কুইজ এবং ইন্টারেক্টিভ কন্টেন্ট পাওয়া যাবে। পড়ুয়ারা প্রকল্প এবং উপস্থাপনার মাধ্যমে অপারেশন সিঁদুরের কৌশল বিশ্লেষণ করার সুযোগ পাবে, যা তাদের সমালোচনামূলক চিন্তাভাবনাকে উৎসাহিত করবে।

উল্লেখ্য, অপারেশন সিঁদুর যে আগামী দিনে পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত হতে পারে সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। গত মে মাসে একটি আলোচনাসভায় ধর্মেন্দ্র বলেন, “আমরা ইতিহাস মুছে ফেলি না। আমাদের দেশে বহু বীর শহিদ রয়েছেন, যাঁদের নাম কেউ জানেই না। জোরাওয়ার, ফতেহ সিংদের ক’জন চেনে? অন্ধ্রপ্রদেশের বাইরে আলুরি সীতারাম রাজুর নাম কেউ জানে? এনডিএ সরকার এই সমস্ত বীরদেরকে ফিরিয়ে আনতে চায় ইতিহাসে। অনেকে প্রশ্ন তোলে এই নিয়ে। তবে আমাদের দায়িত্ব ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরা। উত্তরাখণ্ড, দিল্লি, মধ্যপ্রদেশেও অপারেশন সিঁদুরকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার কথা চলছে। রাজস্থানে ইতিমধ্যেই হয়ে গিয়েছে।” কেন্দ্রীয় মন্ত্রীর সেই ইঙ্গিতের পর এবার পড়ুয়াদের অপারেশন সিঁদুর সম্পর্কে অবগত করতে বিশেষ উদ্যোগ নিল NCERT।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *