সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলিউডে পাড়ি দিচ্ছেন সলমন খান (Salman Khan)। বলিউড, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির পর এবার পশ্চিমী বিনোদুনিয়ায় ‘খেল দেখাবেন’ ভাইজান। বর্তমানে দুবাইয়ে সেই হলিউড ছবির শুটিংয়ে ব্যস্ত সলমন। আর সেই ছবির সেট থেকেই ফাঁস হল ভাইজানের ‘হলিউডি’ লুক।
কোন হলিউড ছবিতে দেখা যাবে সলমনকে? স্বাভাবিকভাবেই সেই কৌতূহল থাকবে দর্শক-অনুরাগীদের। জানা গেল, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত আর্জেন্টিনার সিনেমা ‘সেভেন ডগস’-এর হলিউড রিমেক তৈরি হচ্ছে। যে ছবির পরিচালনা করেছিলেন রড্রিগো গুয়েরার। আর সেই থ্রিলারধর্মী সিনেমাতেই বিশেষ চরিত্রে থাকছেন বলিউড সুপারস্টার। দুবাইতে পুরোদমে চলছে শুটিং। সূত্রের খবর, সেখানে মুম্বইয়ের ধারাভি বসতির আদলে বিশাল সেট তৈরি হয়েছে। আর সেই হলিউড রিমেকেই অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে ভাইজানকে। যদিও সলমনের চরিত্র নিয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতারা, তবে জানা গিয়েছে, সলমনের চরিত্রে একটা চমক রয়েছে। এবার দেখার, ছবিতে কোন চরিত্রে চমক দিতে চলেছেন সুপারস্টার? তবে সেট থেকে ফাঁস হওয়া ছবিতে ভাইজানকে দেখা গেল, অফ হোয়াইট রঙের স্যুট পরনে। পকেটে হাত দিয়ে এক রেস্তরাঁয় দাঁড়িয়ে রয়েছেন তিনি।
LATEST: Megastar #SalmanKhan In Saudi Arabia For Capturing His Particular Look In Hollywood Film.💥 @BeingSalmanKhan #Sikandar pic.twitter.com/ZGxfBa1JVL
— I’m Jⱥy ♛ (@iBeing_Jay) February 18, 2025
‘মিড ডে’-র প্রতিবেদন অনুযায়ী, সলমন খানের পাশাপাশি এই ছবিতে সঞ্জয় দত্তকেও ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। যেখানে দুই তারকার অ্যাকশন সিকোয়েন্স মন ছুঁয়ে যাবে দর্শকের। প্রসঙ্গত, খান সাম্রাজ্যের মধ্যে সলমনই প্রথম, যিনি হলিউডে পা রাখলেন। পশ্চিমী বিনোদুনিয়ায় অবশ্য প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুরের মতো একাধিক তারকাই পা রেখেছেন। সলমন সেই তালিকায় নবতম সংযোজন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন