এবার শিল্পের জোয়ার উত্তরে! কনভেনশন সেন্টার থেকে ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রস্তাব মুখ্যমন্ত্রীর

এবার শিল্পের জোয়ার উত্তরে! কনভেনশন সেন্টার থেকে ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রস্তাব মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য/HEALTH
Spread the love


অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: আর শুধু পর্যটন বা চা ব্যবসা নয়, এবার শিল্পের জোয়ার উত্তরে। বড় থেকে মাঝারি, ছোট থেকে ক্ষুদ্র, শিল্প টানতে শিল্পবান্ধব হিসেবে গড়ে উঠছে উত্তরের জেলাগুলি। যেমন  শিলিগুড়িতে তৈরি হবে আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার। তৈরি হবে চারটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। শুধু তাই নয়, শক্তিপীঠ ভামড়িদেবীর মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠবে নয়া পর্যটন সার্কিট। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ‘নর্থবেঙ্গল বিজনেস মিট-২০২৫’-এ এরকমই একাধিক প্রস্তাব উঠে এল।

শিলিগুড়ি শহরের উত্তরায়ণ টাউনশিপের পাশে প্রায় ১০ একর ফাঁকা জমি রয়েছে। যেখানে কলকাতা, দিঘার মতো বিশ্বমানের কনভেনশন সেন্টার তৈরি হবে। পাশে বড় হোটেলও তৈরি করা যেতে পারে। যেখানে আন্তর্জাতিক স্তরের সম্মেলন, আলোচনা সভার আয়োজন করা যেতে পারে। এমনই প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, বিমানযাত্রীদের কথা মাথায় রেখে বাগডোগরা বিমানবন্দরের কাছে হোটেল বানানোর প্রস্তাবও দিয়েছেন মমতা। তাঁর কথায়, “যারা বাগডোগরা থেকে সকালে বিমান ধরতে যান তাঁদের শিলিগুড়িতে আগের দিন থাকতে হয়। বিমানবন্দরের কাছে হোটেল হলে সুবিধা হবে।” সেখানে চার একর ফাঁকা জমি পড়ে রয়েছে।

ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসায়ীদের কথা মাথায় রেখে চারটি আলাদা আলাদা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে- আমবাড়ি, ডাবগ্রাম, এথেরবাড়ি এবং জয়গাঁয়। মোট খরচ ৮০ কোটি টাকা। এর পাশাপাশি ধূপগুড়ির ভামড়িদেবী মন্দিরকে কেন্দ্র করে পর্যটন সার্কিট গড়ে তোলার প্রস্তাব দেন ডাববাড়ি-ফুলগ্রামের ব্য়বসায়ী মোহন দেবনাথ। মুখ্যমন্ত্রী জেলাশাসককে বিষয়টি দেখার নির্দেশ দেন। পাশাপাশি জানান মাটিগাড়াতে বাংলার ডেয়ারি হচ্ছে বলেও জানান মমতা। ৪০ কোটি খরচে আগামী ১৮ মাসের মধ্যে এটি তৈরি হয়ে যাবে বলেও জানান তিনি। সবমিলিয়ে উত্তরবঙ্গকে আরও শিল্পবান্ধব হিসেবে গড়ে তোলার জন্য একাধিক প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *