সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার শাহরুখের প্রতিবেশী হলেন আমির। শোনা যাচ্ছে, মুম্বইয়ের বান্দ্রা এলাকায় পালি হিলের নার্গিস দত্ত রোডে উইলনোমনা অ্যাপার্টমেন্টে চারটি ফ্ল্যাট লিজ নিয়েছেন আমির খান। কিন্তু হঠাৎই নতুন করে তাঁর এই ফ্ল্যাট ভাড়া নেওয়া নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে। যার ভাড়া মাসিক ২৪.৫ লক্ষ টাকা।
তবে সূত্র মারফত জানা যাচ্ছে, আমির বর্তমানে যে ভার্গো-কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে থাকেন, সেখানে প্রায় ১২টি অ্যাপার্টমেন্ট রয়েছে। যা ইতিমধ্যেই পুননির্মাণের জন্য দেওয়া হবে। যা পুননির্মাণের কাজ শেষ হওয়ার পর সি-ফেসিং ও দ্বিগুণ এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে পরিণত হবে। এখানেই শেষ নয়, জানা যাচ্ছে, এই অ্যাপার্টমেন্টের দাম হবে প্রতি বর্গফুট ১ লক্ষ টাকারও অধিক।
উল্লেখ্য উইলনোমনায় যে অ্যাপার্টমেন্টে, আমির নতুন এই চারটি ফ্ল্যাট লিজ নিয়েছেন তার ঠিক ৭০০ মিটার দূরত্বেই রয়েছেন প্রতিবেশী হিসাবে শাহরুখ খান। কিং খানের মন্নতের রক্ষণাবেক্ষণের জন্য ওই অঞ্চলেই নতুন বাড়ি নিয়েছেন শাহরুখ। তবে শুধু তাই নয় এছাড়াও ওই অঞ্চলে থাকেন বলিউডের আরও বিশিষ্টজনেরা। জানা যাচ্ছে ২০২৫ সাল থেকে ২০৩০ সাল, মোট পাঁচ বছরের জন্য নাকি এই চারটি ফ্ল্যাট লিজ নিয়েছেন আমির।