সংবাদ প্রতিদিন ডিজিটা ডেস্ক: আহমেদাবাদের মতো ওড়ার কয়েক সেকেন্ড পরেই লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে ভেঙে পড়ল একটি বিমান। জানা গিয়েছে, একটি ছোট বিমান দুর্ঘটনগ্রস্ত হয়েছে। বিমানে বিস্ফোরণের ভয়ংকর ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও দুর্ঘটনায় হতাহতের খবর এখনও স্পষ্ট নয়। শুরু হয়েছে উদ্ধারকাজ।
Beech B200 Tremendous King Air passenger aircraft crashes at London Southend Airport in Essex at round 4pm on Sunday afternoon.
It was headed to the Netherlands. The jet can carry 13 passengers and two crew.
Ambulance crews and Essex Police are on the scene.https://t.co/jX1cYYBfKn
— Paul A. Szypula 🇺🇸 (@Bubblebathgirl) July 13, 2025
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে এসেক্স পুলিশ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, সাউথএন্ড বিমানবন্দরে একটি গুরুতর ঘটনার কারণে ঘটনাস্থলে আমরা রয়েছি। সেখানে (রবিবার) বিকেল ৪টে নাগাদ একটি ১২ মিটারের বিমান দুর্ঘটনগ্রস্ত হয়েছে। সাধারণত এই মাপের বিমানে সর্বোচ্চ ৯ জন যাত্রী এবং ২ জন বিমানকর্মী বসতে পারেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সাউথএন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা দিয়েছিল ওই বিমানটি।কিন্তু কয়েক সেকেন্ড পরেই সেটি হুড়মুড় করে ভেঙে পড়ে। বিমানে বিস্ফোরণের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যার পর গোটা বিমানবন্দর চত্বরে কালো ধোঁয়ায় ঢেকে যায়।
খবর পাওয়া মাত্র শুরু হয় উদ্ধারকাজ। পুলিশ, দমকল এবং চিকিৎসাকর্মীরা ছুটে যান দুর্ঘটনাস্থলের কাছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন