এবার রুপোলি পর্দায় মহাকুম্ভ! শুধু কাস্টিংয়ে নয়, ‘মহাসঙ্গম’-এর মিউজিকেও বাংলা যোগ

এবার রুপোলি পর্দায় মহাকুম্ভ! শুধু কাস্টিংয়ে নয়, ‘মহাসঙ্গম’-এর মিউজিকেও বাংলা যোগ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভ উৎসবের একেবারে অন্তিম লগ্নে ভাইরাল হয়েছিল ‘পাতাললোক’ অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুটিংয়ের ছবি। পুরোদমে সাহানা গোস্বামীর (Shahana Goswami) সঙ্গে শুটিং করছিলেন তিনি। তারকা, ক্রিউ মেম্বারদের ভিড়ে যেন প্রয়াগরাজে এক রাজসূয় যজ্ঞ চলছিল। তখন অবশ্য এই সিনেমা নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন নির্মাতারা। এবার মহাকুম্ভ শেষ হতেই বৃহস্পতিবার মহাচমক দিলেন তাঁরা!

মহাকুম্ভের (Maha Kumbh 2025) প্রেক্ষাপটেই বলিউড সিনেমা তৈরি হচ্ছে। নেপথ্যে পরিচালক ভারত বালা। ছবির নামও ত্রিবেণী সঙ্গমের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে ‘মহাসঙ্গম’ (Mahasangam)। তাই প্রয়াগরাজে মেলা চলাকালীনই কম সময়ে চটজলদি শুটিং সারতে হয় পরিচালককে। কাস্টিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাহানা গোস্বামী, নীরজ কবিদের মতো দক্ষ অভিনেতারা রয়েছেন। এই ছবির গল্পে মিউজিক খুব গুরুত্বপূর্ণ। কারণ মহাকুম্ভের প্রেক্ষাপটে এমন পরিবারের গল্প বোনা হয়েছে, যাঁরা বংশপরম্পরায় সঙ্গীতের সঙ্গে যুক্ত। সেরকমই এক পরিবারের বাবা হিসেবে অভিনয় করবেন নীরজ কবি। ছেলের ভূমিকায় অভিষেক (Abhishek Banerjee) এবং মেয়ের চরিত্রে রয়েছেন সাহানা। মিউজিকের দায়িত্বে রয়েছেন এআর রহমান।

পরিচালক ভারত বালা জানিয়েছেন, “‘মহাসঙ্গম’ আদতে আমার মহাকুম্ভের প্রতি এক শ্রদ্ধাঞ্জলী। যা ভার্চুয়াল ভারত এবং বিশ্বের বৃহত্তম মানবতার সমাবেশের গল্প তুলে ধরবে। সম্পর্কের জটিলতার পাশাপাশি তীর্থ করতে আসা পুণ্যার্থীদের নানা আবেগের কাহিনিও ফুটে উঠবে এই ছবিতে। আমি অত্যন্ত গর্বিত যে কিংবদন্তি এ আর রহমান সঙ্গীত পরিচালনা করছেন। এবং ধ্রুপদী সঙ্গীতশিল্পী অজয় ​​চক্রবর্তীরও অবদান রয়েছে এই ছবিতে।”

গত বুধবার মহাকুম্ভ (Maha Kumbh) থেকে ফাঁস হওয়া ছবিতে দেখা গিয়েছিল, একেবারে জনসাধারণের ভিড়ে মিশে গিয়ে ক্যামেরার সামনে শট দিচ্ছেন অভিষেক। তারকাসুলভ হাবভাব তো দূরঅস্ত, পোশাকও তাঁর ছাপোষা। পরনে সাদামাটা শার্ট প্যান্ট। সাহানা গোস্বামীকেও দেখা গিয়েছিল সাধারণ সালোয়ারে। তখনই বোঝা গিয়েছিল, মহাকুম্ভের প্লটের উপর তৈরি হচ্ছে বলিউড সিনেমা। এবার জল্পনায় সিলমোহর। এই ছবি যে বলিউডের অন্যতম বহু প্রতীক্ষিত সিনেমা হতে চলেছে, তা বেশ আন্দাজ করা গেল। এদিকে ‘পাতাললোক’-এর ‘হাতোড়া ত্যাগী’কে দেখে ভিড় করেছিল মহাকুম্ভ মেলায় যোগ দেওয়া উচ্ছ্বসিত অনুরাগীরাও। অভিনেতা নিজেই কুম্ভে শুটিংয়ের খবর নিশ্চিত করেছিলেন। এবার মহাকুম্ভ শেষ হতেই পরিচালক ফাঁস করলেন সব তথ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *