এবার যানবাহনের হর্নে বাজবে তবলা-বেহালা-বাঁশির সুর! নয়া আইন আনার ভাবনা কেন্দ্রের

এবার যানবাহনের হর্নে বাজবে তবলা-বেহালা-বাঁশির সুর! নয়া আইন আনার ভাবনা কেন্দ্রের

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে রাস্তায় কোলাহল। তার উপর যানবাহনের তীব্র হর্নের শব্দে কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। সেই বিরক্তি থেকে এবার হয়তো মুক্তি। কারণ, যানবাহনের হর্নে তবলা-বেহালার মতো ভারতীয় বাদ্যযন্ত্রের শব্দকে বাধ্যতামূলক করার কথা ভাবছে মোদি সরকার। সেই সংক্রান্ত একটি আইনও তারা আনার পরিকল্পনা করছে বলে খবর। সোমবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতীন গড়করি।

একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গড়করি বলেন, “ যানবাহনের হর্নকে আরও মনোরম করে তোলাই আমার লক্ষ। তাই এই নয়া পদক্ষেপের ভাবনা।” তিনি আরও বলেন, “দেশের বায়ুদূষণের জন্য ৪০ শতাংশ দায়ী পরিবহন ক্ষেত্র। এই পরিস্থিতি মোকাবেলায়, মোদি সরকার যানবাহনের জন্য মিথানল ও ইথানলের মতো পরিবেশবান্ধব এবং জৈব জ্বালানির ব্যবহারের জন্য প্রচার করছে।”

এখানেই থেমে না থেকে গড়করি এদিন ভারতের অটোমোবাইল শিল্পের শক্তির কথাও তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ভারত গাড়ি রপ্তানি থেকে উল্লেখযোগ্য রাজস্ব আদায় করে। তিনি আরও জানান, ২০১৪ সালে ভারতের অটোমোবাইল শিল্পের মূল্য ছিল ১৪ লক্ষ কোটি টাকা। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২২ লক্ষ কোটি টাকা। গড়করির দাবি, ভারত জাপানকে ছাড়িয়ে এখন বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম অটোমোবাইল বাজারে পরিণত হয়েছে।

উল্লখ্যে, ২০২৪-২৫ অর্থবর্ষে যাত্রীবাহী যানবাহন (প্যাসেঞ্জার ভেহিকেল) বিভাগটি দেশীয় এবং বিদেশি বাজারে যথেষ্ট দক্ষতা অর্জন করে। সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স- এর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে এই বিভাগটি মোট ৪৩,০১,৮৪৮ ইউনিট বিক্রি করে দেশে সর্বকালীন রেকর্ড গড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *