সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমৃত্যু রবীন্দ্রনাথ ছিল তাঁর আশ্রয়। ধর্মের ঊর্ধ্বে বাঙালি জাতিসত্ত্বার প্রতিষ্ঠাই ছিল ইহ জীবনের সাধনা। ২৫ মার্চ, মঙ্গলবার বিকেলে প্রয়াত হয়েছেন বাংলাদেশের সেই বর্ষীয়ান সঙ্গীতশিল্পী তথা ‘ছায়ানট’-এর প্রতিষ্ঠাতা সদস্য সনজীদা খাতুন। পদ্মাপাড়ের টালমাটাল রাজনৈতিক আবহে এই প্রয়াণ আশ্চর্য ইঙ্গিতবাহী। সকলের জানা, ঢাকা শহরে পয়লা বৈশাখের ভোরে মঙ্গল শোভযাত্রা আর ছায়ানটের সাংস্কৃতিক আয়োজন অঙ্গাঙ্গিক জড়িত। এবার সেই মঙ্গল শোভযাত্রাকে হাইজ্যাক করার অভিযোগ উঠছে মহম্মদ ইউনুস প্রশাসন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জামাতের মতো কট্টরপন্থীদের বিরুদ্ধে। অভিযোগ এনেছে খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। এযাবৎ তারাই বাংলা ও বাঙালির নববর্ষে বর্ণাঢ্য আয়োজন করে এসেছে। এক লিখিত বিবৃতিতে চারুকলা অনুষদের সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন, “এবারের বৈশাখ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বৈশাখ।” এই কারণেই বৈশাখ ১৪৩২’ -এর আয়োজনকে ‘বর্জন’ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এই নিয়ে ফেসবুকে সরব হয়েছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।
চাঁচাছোলা ভাষায় মৌলবাদীদেল আক্রমণ করেছেন আমার মেয়েবেলার লেখিকা তসলিমা। বুধবার ফেসবুক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের ‘মঙ্গল শোভাযাত্রা নিয়ে স্পষ্ট বিবৃতি’ পোস্ট করেন তিনি। ক্যাপশানে লেখেন, “মঙ্গল শোভাযাত্রা চিরকালই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা করেন। এবার তাঁরা করছেন না। তবে কারা করছে এই শোভাযাত্রা?মঙ্গল শোভাযাত্রাকে কি ‘আল্লাহু আকবর’ বলে জবাই করা হবে?”
(প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।)