এবার বড়সড় আইনি বিপাকে মালাইকা, সশরীরে হাজিরার সমন পাঠাল বোম্বের আদালত, অভিযোগ কী?

এবার বড়সড় আইনি বিপাকে মালাইকা, সশরীরে হাজিরার সমন পাঠাল বোম্বের আদালত, অভিযোগ কী?

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ২০১২ সালে এক হোটেলে মারামারির ঘটনায় অভিযুক্ত হন বলিউড অভিনেতা সইফ আলি খান। সেই ঘটনায় নাম জড়ায় অভিনেত্রী মালাইকা আরোরাও। এবার সেই মামলার মালাইকার বিরুদ্ধে জামিনযোগ্য সমন জারি করল মুম্বাইয়ের এক আদালত।

প্রসঙ্গত, ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী ইকবাল মীর শর্মার সঙ্গে এক হোটেলে বচসায় জড়ান সইফ আলি খান। সেই বচসা হাতাহাতিতে পরিণত হয়। সইফের আক্রমণে ওই ব্যক্তি নাকে আঘাত পান। এমনকী তাঁর নাকের হাড় নাকি ভেঙে যায়। এরই প্রেক্ষিতে ইকবাল সইফ ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই সময় হোটেলে সইফের সঙ্গে ছিলেন কারিনা কাপুর, কারিশ্মা কাপুর, মালাইকা আরোরা,অমৃতা আরোরা ও আরও অনেকে।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, চলতি মামলার মুখ্য বিচারক ম্যাজিস্ট্রেট কে এস জানওয়ার ঘটনার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করছেন। মালাইকা আরোরাকে সাক্ষ্য প্রদাণের জন্য গত ১৫ ফেব্রুয়ারি জামিনযোগ্য সমন পাঠানো হয়। কিন্তু অভিনেত্রী আদালতে অনুপস্থিত ছিলেন। সেই কারণেই অভিনেত্রীকে পুণরায় আদালতে হাজির হওয়ার বিষয়ে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছে আদালত। মামলার আগামী শুনানির দিন ২৯ এপ্রিল।

উল্লেখ্য, এই ঘটনায় সইফ আলি খান, শাকিল লাদাক ও বিলাল আমরোহিকে গ্রেফতার করা হয়। পরে তাঁরা জামিনে মুক্ত হন। তাঁদের বিরুদ্ধে ৩২৫ ধারায় চার্জশিট দাখিল হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সাফাই দিয়ে সইফ দাবি করেছেন, ইকবাল ও তাঁর সঙ্গীরা তাঁদের সঙ্গে থাকা মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি করেন এবং সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। 

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *