এবার বড়পর্দায় যোগী আদিত্যনাথের বায়োপিক, নামভূমিকায় কোন অভিনেতা?

এবার বড়পর্দায় যোগী আদিত্যনাথের বায়োপিক, নামভূমিকায় কোন অভিনেতা?

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগত কয়েক বছর ধরেই বলিউডে বায়োপিকের জোয়ার। কখনও রাজনৈতিক ব্যক্তিত্ব, কখনও ক্রীড়াদুনিয়া আবার কখনও বা গ্ল্যামারদুনিয়ার তারকাদের জীবনকাহিনি পর্দায় ফুটে উঠেছে। এবার হিন্দি বিনোদুনিয়ায় আসতে চলেছে যোগী আদিত্যনাথের বায়োপিক। নির্মাতাদের দাবি, যোগী আদিত্যনাথের জীবনকাহিনি হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও। কতটা চ্যালেঞ্জিং এবং কতটা অনুপ্রেরণামূলক? সেই প্রশ্নের উত্তর নিয়েই আসছে ‘অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অফ আ যোগী’।

সদ্য মুক্তি পেয়েছে সিনেমার পোস্টার। সিনেমায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর শৈশব থেকে রাজনৈতিক সময়কাল ফুটিয়ে তোলা হবে। নাথপন্থী যোগী হিসেবে তাঁর সন্ন্যাস গ্রহণের কাহিনিও দেখা যাবে বড়পর্দায়। সম্রাট সিনেমাটিক্সের ব্যানারে ঋতু মেঙ্গি প্রযোজিত ‘অজেয়’র পরিচালনার দায়িত্বে রয়েছেন রবীন্দ্র গৌতম। শান্তনু গুপ্তের লেখা ‘দ্য মঙ্ক হু বিকেম চিফ মিনিস্টার’ বইয়ের আঁধারেই সাজানো হয়েছে যোগীর বায়োপিকের চিত্রনাট্য। স্বাভাবিকভাবেই কৌতূহল থাকবে যে মুখ্য ভূমিকায় কোন অভিনেতা থাকছেন? ফার্স্ট লুকেই সেই নাম ফাঁস হল। আদিত্যনাথের ভূমিকায় দেখা যাবে অনন্ত যোশিকে। এছাড়াও গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করছেন পরেশ রাওয়াল, দীনেশ লাল যাদব ওরফে নিরহূয়া, অজয় মেঙ্গি, পবন মালহোত্রা, গরিমা সিং, রাজেশ খট্টর-সহ একাধিক অভিনেতা।

 
 
 
 
 
View this put up on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samrat Cinematics (@samratcineindia)

জানা গিয়েছে, ২০২৫ সালেই বিশ্বব্যাপী মুক্তি পাবে যোগীর বায়োপিক ‘অজেয়’। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালাম ভাষায়ও মুক্তি পাবে এই ছবি। ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন মিট ব্রাদার্স। উত্তরাখণ্ডের গ্রামের এক সাদামাটা পরিবারের ছেলের উত্তরণের কাহিনি দেখা যাবে ‘অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অফ আ যোগী’তে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *