এবার প্রীতির সঙ্গে জুটি বেঁধে রুপোলি পর্দায় ডু’প্লেসিস! মুখিয়ে রয়েছেন প্রোটিয়া তারকা

এবার প্রীতির সঙ্গে জুটি বেঁধে রুপোলি পর্দায় ডু’প্লেসিস! মুখিয়ে রয়েছেন প্রোটিয়া তারকা

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট মাঠে বহু ভক্তের মন জিতেছেন। এবার কি তবে রুপোলি পর্দার পালা? এক ক্রিকেটপ্রেমীর প্রশ্নের জবাবে এমনই জল্পনা উসকে দিলেন ফ্যাফ ডু’প্লেসিস। দিল্লি ক্যাপিটালসের তারকা ব্যাটারের সঙ্গে পাঞ্জাব কিংস মালকিন প্রীতি জিন্টার একটি ছবি ভাইরাল হয়। তারপর থেকেই নেটদুনিয়ায় চর্চা, দু’জনকে সিনেমার পর্দায় একসঙ্গে দেখলে কেমন হয়?

শনিবার দিল্লি বনাম পাঞ্জাব ম্যাচ ছিল জয়পুরে। নির্ধারিত ২০ ওভার শেষে ২০৬ রান তোলে পাঞ্জাব। তিন বল বাকি থাকতে সেই টার্গেট তাড়া করে জিতে যায় দিল্লি। প্লে অফে উঠতে না পারলেও এবারের আইপিএলের শেষ ম্যাচ জিতে অভিযান শেষ করলেন কে এল রাহুলরা। অন্যদিকে ইতিমধ্যেই প্লে অফ নিশ্চিত করে ফেলেছে পাঞ্জাব। কিন্তু পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা এখনও বেশ কঠিন শ্রেয়স আইয়ারদের পক্ষে।

ওই ম্যাচের পরেই পাঞ্জাব মালকিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফ্যাফ। বেশ কিছুক্ষণ হাসিমুখে কথাও বলেন দু’জন। সেই কথোপকথনের একটি মুহূর্তের ছবি ভাইরাল হয়ে যায়। তারপরেই নেটদুনিয়ায় শুরু চর্চা। এক্স হ্যান্ডেলে এক নেটিজেন লেখেন, ‘দয়া করে কেউ প্রীতি জিন্টা এবং ফ্যাফ ডু’প্লেসিসকে নিয়ে একটি সিনেমা বানান। ফ্যাফকে একেবারে অ্যাকশন হিরোর মতো দেখতে লাগছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রীতি যেন আরও সুন্দরী হয়ে উঠছেন।’

এখানেই না থেমে ওই নেটিজেনের আরও মত, স্পোর্টস ড্রামা বা রয়্যাল রোম্যান্সের মতো ছবিতে দু’জনকে দারুণ মানাবে। এই পোস্ট দেখেই ফ্যাফের জবাব, ‘তাহলে এমনটা হয়েই যাক।’ তবে সঙ্গে থাকা ইমোজিগুলি থেকেই বোঝা যায়, নিছক মজার ছলে এমন মন্তব্য করেছেন ফ্যাফ। তাতে অবশ্য চর্চা থামেনি নেটদুনিয়ায়।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *