‘এবার ঝোলা গুটিয়ে নিন’, আরএসএস প্রধানের অবসর বার্তার পরই ‘বেচারা মোদি’কে কটাক্ষ কংগ্রেসের

‘এবার ঝোলা গুটিয়ে নিন’, আরএসএস প্রধানের অবসর বার্তার পরই ‘বেচারা মোদি’কে কটাক্ষ কংগ্রেসের

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ম্যায় তো ফকির আদমি হু, ঝোলা লেকে চল পড়েঙ্গে।’ পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসকে খোঁচা দিতে গিয়ে বহুবার এ কথা বলতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আরএসএস প্রধান মোহন ভাগবত অবসরের বয়সসীমা মনে করাতেই কংগ্রেস প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে বলে দিল, ঝোলা গোটানোর সময়টা এসে গিয়েছে!

এমনিতে ৭৫ বছর বয়সে অবসর নেওয়া বিজেপির অঘোষিত নিয়ম। অতীতে লালকৃষ্ণ আডবানী, মুরলী মনোহর জোশি, যশবন্ত সিংয়ের মতো নেতাদের ওই বয়সে মার্গদর্শক মণ্ডলীতে পাঠানো হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে ৭৫ বছর পূর্ণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটা সময় জল্পনা শোনা যাচ্ছিল, পঁচাত্তরে মোদিকেও অবসরে পাঠাতে পারে আরএসএস। যদিও বিজেপি সেই ‘গুজব’ উড়িয়ে জানিয়ে দিয়েছে, মোদিই মেয়াদ শেষ হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন। কিন্তু তাতে জল্পনা কমছে না। সেই জল্পনায় নতুন করে ইন্ধন জুগিয়েছেন সংঘপ্রধান মোহন ভাগবত নিজে।

বৃহস্পতিবার নাগপুরে সংঘের এক অনুষ্ঠানে আরএসএস প্রধান বলেন, “যখন ৭৫ বছর বয়সে আপনাকে কেউ অত্যন্ত উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে, তখনই বুঝে যাবেন এবার আপনাকে থামতে হবে। অন্যের জন্য কাজের জায়গা ছেড়ে দিতে হবে।” সংঘ প্রধানের এমন মন্তব্য মোদিকে বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল। সংঘপ্রধান মোহন ভাগবত নিজেও এ বছর ৭৫ পূর্ণ করবেন। সংঘের বিধান অনুযায়ী এবছরই দায়িত্ব ছাড়তে হবে মোহন ভাগবতকে। মোদিও যাতে অবসরের চিন্তাভাবনা করেন তাই এমন বার্তা বলেই মনে করছে রাজনীতিক কারবারীরা।

ভাগবতের ওই মন্তব্যকে হাতিয়ার করেই আসরে নেমেছে কংগ্রেস। দলের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলছেন, “বেচারা প্রধানমন্ত্রী। বিদেশ থেকে গুচ্ছ সম্মান নিয়ে আসছেন। দেশে ফিরে কি সম্মানটাই না পেলেন! আরএসএস প্রধান মনে করিয়ে দিলেন যে ১৭ সেপ্টেম্বর তোমার ৭৫ হয়ে যাচ্ছে।” তবে একই সঙ্গে আরএসএস প্রধানকেও তাঁর বয়সের কথা মনে করিয়েছেন কংগ্রেস নেতা। আর এক কংগ্রেস নেতা পবন খেরা আবার স্পষ্ট বলে দিচ্ছেন, “এবার আপনাদের দুজনেরই ঝোলা গুটিয়ে বিদায় নেওয়ার সময় এসে গিয়েছে।” তাঁর বক্তব্য, সংঘ প্রধান নিজেই এক তিরে দু নিশানা সেধেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *