সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার টেলিভিশনের পর্দায় জুটি হিসাবে দেখা যাবে সোমরাজ মাইতি ও নন্দিনী দত্তকে। এবার জনপ্রিয় একটি চ্যানেলে নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁদের। এর আগে ‘দুই শালিখ’ ধারাবাহিকে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন নন্দিনী। অন্যদিকে সোমরাজকে স্টার জলসারই জনপ্রিয় মেগা ‘চিনি’তে প্রধান চরিত্রে দেখেছেন দর্শক। এবার নতুনভাবে নতুন চরিত্রে ধরা দেবেন তাঁরা।
তবে ‘চিনি’ ছাড়াও অন্যান্য জনপ্রিয় ধারাবাহিকেও দেখা গিয়েছে তাঁকে। সামনেই তাঁর নতুন ছবি ‘দেবী’ মুক্তি পাবে। তবে নতুন ধারাবাহিকে শুধুই সোমরাজ ও নন্দিনীই নয় থাকবে আরও এক জুটি। মনে করা হচ্ছে এই ধারাবাহিকেও দুই নায়ক ও নায়িকার গল্পই তুলে ধরা হবে।
সোমরাজ ও নন্দিনী ছাড়াও আরেকটি জুটিতে দর্শক পাবেন মৈনাক ঢাল ও সাইনা চট্টোপাধ্যায়কে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পর কিছুটা বিরতি নিয়েছিলেন সাইনা। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল তাঁর নতুন ধারাবাহিকে ফেরার গুঞ্জন এবার তা সত্যি হতে চলেছে। জানা যাচ্ছে নন্দিনী ও সাইনার চরিত্রের মধ্যে ফুটে উঠবে প্রতিদ্বন্দ্বিতা। আগামী আগস্ট মাস থেকেই শুরু হবে নতুন ধারাবাহিকের শুটিং।