এবার কোল্ডপ্লের কিসক্যামে মেসি! ‘ধরা পড়ে’ কী করলেন আর্জেন্টাইন মহাতারকা?

এবার কোল্ডপ্লের কিসক্যামে মেসি! ‘ধরা পড়ে’ কী করলেন আর্জেন্টাইন মহাতারকা?

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি কোল্ডপ্লে’র কনসার্টে গিয়ে মুখ পুড়েছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাস্ট্রোনমার-এর সিইও অ্যান্ডি বায়রনের। স্ত্রীকে লুকিয়ে প্রেমিকার সঙ্গে কোল্ডপ্লে’র শো দেখতে গিয়েছিলেন। প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে। আর সেই দৃশ্য কিস ক্যাম স্ক্রিনে ভেসে উঠতেই তোলপাড় দুনিয়া। এবার সেই কিস ক্যামে ধরা পড়লেন লিওনেল মেসিও।

দিনপনেরো আগে কোল্ডপ্লে’র শো চলাকালীন দেখা যায়, একে অপরকে জড়িয়ে ধরে কনসার্ট উপভোগ করছেন বিখ্যাত সংস্থা অ্যাস্ট্রোনমারের সিইও অ্যান্ডি বায়রন এবং সংস্থার এইচ আর হেড ক্রিস্টিন ক্যাবো। কিন্তু কনসার্টে থাকা কিস ক্যাম তাঁদের দিকে তাক করতেই মুখ লুকিয়ে ফেলেন যুগল। আড়াল হওয়ার চেষ্টা দেখে মজার ছলে কটাক্ষও করেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। তিনি বলেন, “হয় এরা পরকীয়া করছে নয়তো বড্ড বেশি লাজুক।” সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

তারপর থেকেই নেটিজেনদের চর্চায় উঠে এসেছে কোল্ডপ্লে এবং ব্রিটিশ ব্যান্ডের অনুষ্ঠানে ব্যবহৃত কিস ক্যাম। এবার সেই ক্যামেরায় ধরা পড়লেন এলএম টেন। রবিবার রাতে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোল্ডপ্লের কনসার্ট দেখতে গিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলাও। তিন পুত্রকে সঙ্গে নিয়ে প্রাইভেট সুইটে কনসার্ট দেখছিলেন তিনি। বেশ খোশ মেজাজেই দেখা যায় মেসিকে।

রবিবার শো চলাকালীন কিস ক্যামে ধরা পড়া মেসির ভিডিও দেখানো হয় জায়ান্ট স্ক্রিনে। হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়েন মেসি-আন্তোনেলা দু’জনেই। গোটা স্টেডিয়াম ‘মেসি, মেসি’ ধ্বনিতে ফেটে পড়েন। কোল্ডপ্লের তারকা গায়ক ক্রিস মার্টিন মেসিকে দেখতে পেয়ে বলেন, “আজকে আপনি আমাদের ব্যান্ডের পারফরম্যান্স দেখতে এসেছেন তাই অনেক ধন্য়বাদ। মেসি সর্বকালে সেরা তারকা।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *