সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীর কবে ভারতের সঙ্গে যুক্ত হবে তারই অপেক্ষায় রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। লন্ডনে চ্যাথাম হাউসে বক্তব্য রাখার সময় এমনটাই জানিয়েছেন তিনি। আর তারপরই তাঁকে খোঁচা জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও তাঁর বাবা ফারুক আবদুল্লার। তাঁদের প্রশ্ন, ”কে আটকাচ্ছে?”
এদিন লন্ডনে জয়শংকরের সামনে কাশ্মীর ইস্যু তুলে ধরা হয়। তখনই তিনি বলেন, ”কাশ্মীর সমস্যা সমাধানে আমরা ভালোই এগিয়েছি। ৩৭০ ধারার অবলুপ্তি হল একটি পদক্ষেপ। এরপর ধীরে ধীরে আর্থিক অগ্রগতি, সামাজিক ন্যায়প্রতিষ্ঠা হল দ্বিতীয় ধাপ। নির্বাচন করা, যেখানে বিপুল সাড়াও মিলেছে, সেটা তৃতীয় ধাপ। এবার আমাদের অপেক্ষা কাশ্মীরের চুরি যাওয়া অংশ ফেরত পাওয়ার, যা পাকিস্তান বেআইনি ভাবে দখল করে রেখেছে। সেটা পেয়ে গেলেই বলতে পারব কাশ্মীর সমস্যার সমাধান হয়ে গিয়েছে।”
#WATCH | London | On being requested concerning the problems with Kashmir, EAM Dr S Jaishankar says, “In Kashmir, we now have performed a superb job fixing most of it. I feel eradicating Article 370 was one step. Then, restoring development, financial exercise and social justice in Kashmir was step quantity two.… pic.twitter.com/uwZpotWggO
— ANI (@ANI) March 5, 2025
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জম্মু ও কাশ্মীরের বিধানসভায় জয়শংকরের এমন মন্তব্যের পালটা খোঁচা দিয়েছেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”বিদেশমন্ত্রী বলছেন, উনি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে ফের ফিরিয়ে আনবেন। কিন্তু আমরা কি ওদের বাধা দিয়েছিলাম? কেন্দ্র যদি সেটা ফেরাতেই চায়, এখনই ফেরাক।” পাশাপাশি তিনি দাবি করেছেন, চিন অধিকৃত ভারতীয় ভূখণ্ড নিয়ে কথা হয় না। এদিকে তাঁর বাবা ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাও খোঁচা দিয়ে বলেছেন, ”ওদের কে আটকাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরকে ফিরিয়ে আনতে? চাইলে ওরা তো এটা করতেই পারে। আমরা তো আটকাতে যাচ্ছি না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন