এফআইআর খারিজের আবেদন, বম্বে হাই কোর্টের দ্বারস্থ কুণাল কামরা

এফআইআর খারিজের আবেদন, বম্বে হাই কোর্টের দ্বারস্থ কুণাল কামরা

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বম্বে হাই কোর্টের দ্বারস্থ কৌতুক শিল্পী কুণাল কামরা। তাঁর বিরুদ্ধে মুম্বই পুলিশের দায়ের করা এফআইআর খারিজ করার জন্য সোমবার আবেদন করেছেন তিনি। অভিযোগ, মুম্বইয়ের এক হোটেলে কৌতুক পরিবেশনের সময় শিব সেনার দ্বিখণ্ডিত হওয়াকে ব্যঙ্গ করেন কুণাল। নাম না করে একনাথ শিণ্ডেকে ‘গদ্দার’ বলেন। মার্চের ২৪ তারিখ খার থানায় এফআইআর দায়ের করেন শিব সেনা বিধায়ক মুর্জি প্যাটেল। তার ভিত্তিতেই কুণালকে একাধিকবার সমন পাঠানো হয়েছিল মুম্বই পুলিশের তরফে। গ্রেপ্তারি এড়াতে এরপর আগাম জামিন নেন কৌতুকশিল্পী।

হাই কোর্টের ওয়েবসাইট অনুসারে কুণাল ৫ এপ্রিল এফআইআর বাতিলের জন্য একটি আবেদন দাখিল করেন। দাবি করেন এই পদক্ষেপটি সংবিধানের ১৯ (১) (ক) (বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার), ১৯ (১) (ছ) (যে কোনও পেশা ও ব্যবসা করার অধিকার) এবং ২১ (জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার) অনুযায়ী নিশ্চিত ভাবেই তাঁর মৌলিক অধিকারের লঙ্ঘন।

গতমাস থেকেই কুণালকে ঘিরে তোলপাড় মহারাষ্ট্রের রাজনীতি। শিল্পীর জনপ্রিয় হিন্দি গানের প্যারোডির ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তেতে ওঠেন শিণ্ডে সমর্থকরা। শিল্পীর ঘনিষ্ঠ মহলের দাবি, কমপক্ষে ‘৫০০টি হুমকি ফোন’ পেয়েছেন তিনি। যে হোটেলে শো হয়েছিল, সেখানেও হামলা চালায় শিব সেনা (শিণ্ডে) সমর্থকরা। পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসেরও রোষের মুখে পড়েন কুণাল। ফড়ণবিসের দাবি, অবিলম্বে কুণালের ক্ষমা চাওয়া উচিত। যদিও নিজের বক্তব্যে অনড় কুণাল জানিয়েছেন, ক্ষমা তিনি চাইবেন না। বরং আইনের পথে হেঁটে পরিস্থিতির মোকাবিলা করবেন।

এদিকে ‘বুক মাই শো’ তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জরুরি ভিত্তিতে কৌতুক শিল্পী কুণাল কামরার সমস্ত কনটেন্ট সরিয়ে ফেলেছে। এমনকী তাদের নিজস্ব শিল্পীদের তালিকা থেকে বাদ দেওয়া হল কুণাল কামরার নামও। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিব সেনার সদস্যরা। কুণাল এই নিয়ে নতুন কোনও পদক্ষেপ করেন কিনা সেদিকেও তাকিয়ে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *