‘এফআইআরের বিনিময়ে ৫ হাজার টাকা ঘুষ’, অনুব্রতর নিশানায় বোলপুরের IC

‘এফআইআরের বিনিময়ে ৫ হাজার টাকা ঘুষ’, অনুব্রতর নিশানায় বোলপুরের IC

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতে মদ্যপ অবস্থায় গালিগালাজ। দিনে স্মারকলিপি জমা। অনুব্রত মণ্ডলের নিশানায় বোলপুরের আইসি। সোশাল মিডিয়ায় ভাইরাল অডিও ক্লিপ। যা নিয়ে সর্বত্র জোর শোরগোল। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

অভিযোগ, বুধবার রাতে মদ্যপ অবস্থায় অনুব্রতর নাম করে আইসি লিটন দাসকে অসংসদীয় ভাষায় গালিগালাজ করা হয়। যার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করে সংবাদ প্রতিদিন ডিজিটাল। আইসির সঙ্গে অনুব্রত মণ্ডলের সংঘাতের কারণ হিসাবে জানা গিয়েছে, গত ২৫ মে তৃণমূলের মহামিছিলের ডাক দেওয়া হয়। সেই মিছিলে ১৩ হাজার মানুষের জমায়েত হয়েছে বলে পুলিশের তরফে দাবি করা হয়। তবে অনুব্রত মণ্ডল প্রকাশ্যেই দাবি করেন, ওই মিছিলে কমপক্ষে ২ লক্ষেরও বেশি মানুষ অংশ নেন।

নানুরের সিংহী গ্রামে অনুব্রত মণ্ডলের এক অনুগামীকে কাজল শেখের লোকজন মারধর করে বলে অভিযোগ। পুলিশ তা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি বলেই দাবি অনুব্রত মণ্ডলের। যদিও পুলিশের দাবি, এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। কাজল শেখ মারধরের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, এই ঘটনা পারিবারিক বিষয়। রাজনীতির কোনও যোগ নেই। এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে নাগরিক সমিতির নাম করে থানায় স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। যার নেতৃত্বে তৃণমূলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ।

এদিন নাগরিক সমিতির স্মারকলিপি জমাকে সমর্থন করেন অনুব্রত মণ্ডল। আইসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে ৭০-৮০ হাজার। এফআইআর করতে গেলে বলছে ৫ হাজার টাকা নিয়ে এসো। এটা আমি এসপিকে জানিয়েছি। আমি আজ থেকে ২ মাস আগে জানিয়েছি। এই অরাজকতা বোলপুর শহরে চলছে। কী করব, এই ধরনের যদি আইসি থাকে। এই আইসির বিরুদ্ধে সবাইকে জানিয়েছি। বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।” যদিও এই অডিও ক্লিপ ভাইরাল হওয়া নিয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *