এপস্টাইন কাণ্ড! ইস্তফা দিতে পারেন FBI প্রধান কাশ প্যাটেল

এপস্টাইন কাণ্ড! ইস্তফা দিতে পারেন FBI প্রধান কাশ প্যাটেল

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯-এর পর থেকেই আমেরিকায় এক বিতর্কিত নাম জেফ্রি এপস্টাইন। সেই পুরনো মামলা ঘিরে ফের আলোড়ন। তার ভিত্তিতেই মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর শীর্ষপদে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। এপস্টাইন কাণ্ডে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির সঙ্গে বিরোধ বেধেছিল এফবিআই-এর ডেপুটি ডিরেক্টর ড্যান বংগিনোর। এবার তাঁর প্রতি সহমর্মিতা জানিয়ে সংস্থার ডিরেক্টর কাশ প্যাটেল পদত্যাগের কথা ভাবছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক পোস্ট।

সূত্রের খবর, মার্কিন অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ড্যান বংগিনোর তীব্র মতবিরোধ তৈরি হয় এপস্টাইনের মৃত্যুতদন্ত এবং তথাকথিত ‘ক্লায়েন্ট লিস্ট’ নিয়ে। তার পর থেকেই দুই আধিকারিকের সম্পর্ক কার্যত ভেঙে পড়ে। ২০১৯ সালে জেলবন্দি অবস্থায় বিতর্কিত ফিনান্সার জেফ্রি এপস্টাইনের মৃত্যুকে আত্মহত্যা বলেই ঘোষণা করেছিল মার্কিন বিচার বিভাগ। সেইসঙ্গে দাবি করা হয়েছিল, কোনও ‘ক্লায়েন্ট লিস্ট’ বা উচ্চপর্যায়ের ব্যক্তিদের ব্ল্যাকমেল করার প্রমাণ নেই। কিন্তু ৮ জুলাই ক্যাবিনেট বৈঠকে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ফের স্পষ্ট করে জানান, ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি যে ‘ক্লায়েন্ট লিস্ট আমার ডেস্কে রয়েছে’ বলেছিলেন, তাতে এপস্টাইনের নাম রয়েছে।

সূত্রের খবর, প্যাটেল ও বংগিনো দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহকর্মী এবং তাঁদের দৃষ্টিভঙ্গিও প্রায় এক। এমন পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার চার মাসের মধ্যেই বংগিনো যদি পদত্যাগ করেন, প্যাটেলেরও তাঁর পথে হাঁটার সম্ভাবনা প্রবল। এক আধিকারিক নিউ ইয়র্ক পোস্ট-কে বলেন, “কাশ এবং ড্যান সবসময়েই স্বচ্ছতা ও জবাবদিহির পক্ষে ছিলেন। আজকের প্রশাসনিক বাস্তবতায় যেখানে তথ্য আড়াল হচ্ছে, সেখানে তাঁদের একসঙ্গে সরে দাঁড়ানো অবাক করার মতো কিছু নয়।” যদিও এই জল্পনায় জল ঢালার চেষ্টা করেছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ট্রাম্পের ডেপুটি প্রেস সেক্রেটারি হ্যারিসন ফিল্ডস বলেন, “প্রেসিডেন্ট এমন একটি অভিজ্ঞ, দক্ষ আইনশৃঙ্খলা দল তৈরি করেছেন যারা দেশের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *