এত বড়, সত্যি! এবার ১১১ ফুটের সরস্বতীর সাক্ষী থাকবে বাটানগর

এত বড়, সত্যি! এবার ১১১ ফুটের সরস্বতীর সাক্ষী থাকবে বাটানগর

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সুলয়া সিংহ: এত বড় সত্যি! এই তিন শব্দের সঙ্গে জড়িয়ে গিয়েছে দুর্গাপুজোর নাম। সত্যি তো, বাঙালির সেরা পুজোয় বড় প্রতিমা, মণ্ডপ চোখ ধাঁধিয়ে দেয় সকলের। এদিকে বাসন্তী পঞ্চমীতে বিদ্যারদেবী মা সরস্বতীর আরাধনা এক অন্যমাত্রা রয়েছে বঙ্গে। সেই আবেগকে সঙ্গী করেই সবচেয়ে বড় সরস্বতী পুজো করতে চলেছে বাটানগরের দুটি ক্লাব! নিউল্যান্ড মাঠে গড়ে উঠছে ১১১ ফুটের সরস্বতী। 

বাটানগরে দীর্ঘ দিন ধরেই বাগদেবীর আরাধনা করে আসছে স্কোয়াড ফাউন্ডেশন ও ক্রিয়েশন ফাউন্ডেশন নামে দুটি ক্লাব। তবে বড় পুজোর স্বার্থে প্রথমবার ক্লাব দুটি একসঙ্গে পুজো করছে। শিল্পী সোমনাথ তামলির দক্ষ হাতে  দেবী সরস্বতীর আদলে গড়ে উঠছে মণ্ডপ।  যার উচ্চতা ১১১ ফুট। প্রতিমাতেও থাকছে চমক। রূপ নজর কাড়বে দর্শনার্থীদের। দুর্গাপুজোতে মা দুর্গার আদলে মণ্ডপ দেখেছে বঙ্গবাসী। তবে সরস্বতী পুজোর ক্ষেত্রে এমন ভাবনা প্রথম বলে দাবি উদ্যোক্তাদের।

অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, অতিরিক্ত উচ্চতার কারণে আইনি বাধায় আটকে গিয়েছে পুজো। তবে ক্লাব সূত্রে জানা গিয়েছে, প্রশাসনের থেকে সবুজ সংকেত নিয়ে পুজোর কাজ শুরু করেছেন তাঁরা আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা করছে ক্লাবও।  ১ তারিখ পুজোর উদ্বোধন করা হবে। পঞ্জিকা মেনে পুজো হবে ৩ ফেব্রুয়ারি। পুজো উপলক্ষে প্রথমবার মাঠে মেলাও বসবে জানিয়েছে উদ্যোক্তারা।

বাটানগর নিউল্যান্ড মাঠে গড়ে উঠছে মণ্ডপ। প্রাথমিক পরিকাঠামো তৈরি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পীদের নিপুণ দক্ষতায় রূপ পাচ্ছেন বিদ্যার দেবী সরস্বতী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *