সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেডিংলির পর এজবাস্টন। টেস্ট অধিনায়ক হিসাবে প্রথম দু’ম্যাচেই টস হারলেন শুভমান গিল। ইংল্যান্ড টসে জিতে প্রত্যাশিতভাবেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় দলে তিন পরিবর্তন করেছে ম্যানেজমেন্ট। প্রত্যাশিতভাবেই এই ম্যাচে খেলছেন না জশপ্রীত বুমরাহ। তাঁর জায়গায় খেলবেন আকাশদীপ। দলে এলেন নীতীশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরও। তবে কুলদীপ যাদবকে এজবাস্টনেও খেলালো না টিম ইন্ডিয়া।
ভারতের প্রথম একাদশ:
যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, করুণ নায়ার, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশদীপ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ