সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মরশুমে একেবারেই ছন্দে দেখা যায়নি চেন্নাই সুপার কিংসকে। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও সেভাবে ছন্দে পাওয়া যায়নি। রুতুরাজ চোট পাওয়ায় অধিনায়ক বদলেও ভাগ্য ফেরেনি সিএসকে’র। ৯ ম্যাচে মাত্র ২টি জয় পেয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে মাহির সিএসকে। বুধবার নিজেদের ঘরের মাঠে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে চেন্নাই। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে ম্যাচটি জিততেই হবে। কিন্তু এমন আবহেই প্রশ্ন উঠছে, আগামী আইপিএলে কি খেলবেন ধোনি? উত্তর দিয়েছেন সিএসকে’র ‘চিন্না থালা’ (ছোট নেতা) সুরেশ রায়না।
প্রাক্তন সিএসকে তারকা রায়না তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, “আশা করি আগামী মরশুমে সিএসকে আরও ভালো পরিকল্পনা করবে। ধোনিও আরও একটা মরশুম খেলবে।” চলতি আইপিএলে ধোনির খারাপ ফর্ম নিয়ে চর্চা চলছে ক্রিকেট মহলে। অনেকে আবার এও বলছেন, অবিলম্বে জায়গা ছেড়ে দেওয়া উচিত সিএসকে অধিনায়কের। আগামী বছর ধোনির বয়স হবে ৪৪। তাই প্রশ্ন উঠছে, কতটা নিজেকে ফিট রাখতে পারবেন ধোনি?
এবার চেন্নাইয়ের দল গঠন নিয়েও নানান প্রশ্ন উঠেছে। ‘দুর্বল’ দল গঠনে ধোনির ভূমিকা ছিল বলে অনেকের অভিযোগ। যদিও এ ব্যাপারে সিএসকে অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন রায়না। তাঁর স্পষ্ট জবাব, “কোনও ক্রিকেটারকে দলে নেওয়ার সিদ্ধান্ত ম্যানেজমেন্টের। তাতে ধোনির কোনও হাত ছিল বলে মনে হয় না। তাই কেউ যদি ভেবে বসেন সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধোনির ভূমিকা রয়েছে, সেটা ঠিক নয়।”
রায়নার আশা, চলতি আইপিএলের ভুল থেকে শিক্ষা নিয়ে পরের বছর দল তৈরি করবে সিএসকে। প্রসঙ্গত, এবারের আইপিএলে উইকেটের পিছনে তাঁকে আগের মতো সাবলীল মনে হলেও ব্যাট হাতে সেই আগের মাহিকে ধারাবাহিকভাবে স্বচ্ছন্দে পাওয়া যায়নি। নামছেনও অনেকটা পরে। ৯ ম্যাচে মোটে ১৪০ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৪২। সর্বোচ্চ অপরাজিত ৩০।