হেমন্ত মৈথিল: সাধারণ মানুষের পাশাপাশি মহাকুম্ভে (Maha Kumbh 2025) সেলেবরাও ভিড় জমিয়েছেন। একাধিক বলিউড তারকার পুণ্যস্নান যেমন ভাইরাল হয়েছে, তেমনই চর্চার শিরোনামে বিরাজ করেছেন অনেকে। ধর্ম-বর্ণ নির্বিশেষে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের জন্য পৌঁছে গিয়েছেন তারকারা। সেই তালিকাতেই এবার নবতম সংযোজন রাজকুমার রাও এবং পত্রলেখা।
শুক্রবারই প্রয়াগরাজে পৌঁছে গিয়েছিলেন তারকাদম্পতি। আর সেখানে পৌঁছেই সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে ফেরি ধরে সোজা চলে যান গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে। ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিয়ে কেমন অনুভূতি? সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজকুমার রাও জানালেন, “মহাকুম্ভের পরিবেশ এত পবিত্র। এর আগে যখন স্ত্রীকে নিয়ে কুম্ভমেলায় যোগ দিয়েছিলাম, সেই আধ্যাত্মিক অভিজ্ঞতা আমার জীবন বদলে দিয়েছিল। এবারও তাই।” এরপরই অতীত অভিজ্ঞতার স্মৃতি আউড়ে রাজকুমার জানান, সেইসময়ে ঋষিকেশে স্বামিজীর সঙ্গে দেখা হয়। ওঁর থেকে আশীর্বাদ নিই। তার পর থেকেই স্বামিজীর সঙ্গে দেখা করতাম যখনই সুযোগ পেতাম। এবার ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিয়ে পুণ্যস্নান করলাম। এত বিশাল মাপের আয়োজন হয়েছে এখানে। প্রশাসনের সমস্ত কর্তা-কর্মী যাঁরা মহাকুম্ভের সঙ্গে যুক্ত তাঁদেরকে অনেক অভিনন্দন জানাতে চাই এমন আয়োজনের জন্য।
প্রয়াগরাজে চিদানন্দ সরস্বতী মহারাজের ক্যাম্পে ছিলেন রাজকুমার-পত্রলেখা। সেখান থেকেই আশ্রমের সদস্যদের সঙ্গে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করতে যান তাঁরা। উন্মুক্ত শরীরে রাজকুমারকে দেখা গেল মন্ত্রোচ্চারণ করে ভক্তিভরে আস্থার ডুব দিতে। পত্রলেখাও তাই। সেখানে পুণ্যস্নান সেরে ক্যাম্পে ফিরে মহারাজের কাছ থেকে আশীর্বাদও নেন তাঁরা।
#WATCH | Prayagraj, UP | At #MahaKumbhMela2025, actor Rajkummar Rao says, “The ambiance right here is superb. Once I went to Maha Kumbh final time with my spouse, that have modified my life. We met Swami Ji in Rishikesh and since then we’ve been assembly him. We took Swami ji’s… pic.twitter.com/rHnY6z9pUE
— ANI (@ANI) February 7, 2025
শুক্রবার মহাকুম্ভে যোগ দিয়েছিলেন বলিউড অভিনেত্রী এষা গুপ্তাও। এদিন নীনা গুপ্তা এবং সঞ্জয় মিশ্র সেখান থেকেই আগামী ছবি ‘বধ ২’-এর সফর শুরু করলেন। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানও করেনীনা গুপ্তা জানালেন, “জীবনে কোনওদিন এক ভিড় দেখিনি। সরকারকে ধন্যবাদ এত ভালো আয়োজন করার জন্য। দারুণ অভিজ্ঞতা।” প্রসঙ্গত, আমজনতার পাশাপাশি প্রয়াগরাজে ভিড় জমাতে শুরু করেছেন সেলেবরাও। ১৩ জানুয়ারি শুরু হওয়া মহাকুম্ভ ইতিমধ্যেই জমে উঠেছে ভক্ত ও সন্তদের উপস্থিতিতে। ৪৫ দিন ব্যাপী এই অনুষ্ঠানে বিদেশীরাও পূণ্যস্নানের জন্য ভিড় জমাচ্ছেন প্রয়াগরাজে। অনুপম খের, রেমো ডিসুজা, তানিশা মুখোপাধ্যায়, হেমা মালিনী, কোল্ড প্লের ক্রিস মার্টিন-সহ অনেক তারকাই ত্রিবেণী সঙ্গমে পুন্যস্নান সেরেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন