এখনও কেন কার্যকর নয় মহিলা সংরক্ষণ আইন? এবার আদালতের প্রশ্নের মুখে কেন্দ্র

এখনও কেন কার্যকর নয় মহিলা সংরক্ষণ আইন? এবার আদালতের প্রশ্নের মুখে কেন্দ্র

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা সংরক্ষণ আইন। ২০২৪ লোকসভা ভোটের আগে বেশ ঘটা করে বিলটি সংসদে পাশ করিয়েছিল কেন্দ্র। ভোটের পরই কার্যকর হবে, ঘোষণাও করা হয়েছিল। কিন্তু, লোকসভা ভোট মেটার পর প্রায় ৮ মাস হয়ে গেল এখনও নারী শক্তি বন্ধন অধিনিয়ম কার্যকর করা তো দূর, সে নিয়ে টু শব্দটি করছে না কেন্দ্র। যা নিয়ে এবার আদালতের প্রশ্নের মুখে পড়তে হল মোদি সরকারকে।

মহিলা সংরক্ষণ আইনের বাস্তবায়ন নিয়ে দিল্লি হাই কোর্টে একটি মামলা দায়ের হয়েছে। সংবিধানের ৩৩৪-এ ধারার জন্য আইনটি কার্যকর হওয়ার পথে বাধা। ওই ধারাটিকেই চ্যালেঞ্জ করা হয়েছে দিল্লি হাই কোর্টে। বুধবার দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্রকুমার উপাধ্যায়ের বেঞ্চ মামলাকারীর বক্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের জবাব তলব করেছে। আগামী ৯ এপ্রিলের মধ্যে এ নিয়ে জবাব দিতে হবে কেন্দ্রকে।

সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ হয়ে গিয়েছে প্রায় বিনা বিরোধিতায়। বিরোধীরা বিলটির কয়েকটি শর্তে আপত্তি জানালেও কেউই এর বিপক্ষে ভোট দেয়নি। ফলে মাত্র দুটি ভোট যায় এই আইনের বিপক্ষে। কিন্তু বিরোধীদের সমর্থন সত্ত্বেও আইনটি কার্যকর করা সম্ভব হয়নি। এর পিছনে কেন্দ্রের যুক্তি, আসন পুনর্বিন্যাসের জন্য জনসংখ্যার সঠিক তথ্য থাকা জরুরি। কিন্তু ২০১১ সালের পর দেশে জনগণনা হয়নি। ফলে আসন পুনর্বিন্যাস এখনই সম্ভব নয়। যার ফলে মহিলা সুরক্ষা আইন কার্যকর করা যায়নি।

কেন্দ্রের এই যুক্তি অনুযায়ী, অদূর ভবিষ্যতে এই আইন কার্যকর হওয়ার সম্ভাবনা কম। কারণ, চলতি বাজেটেও জনগণনার জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ করা হয়নি মোদি সরকারের তরফে। ফলে এ বছরও জনগণনা হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। আর জনগণনা না হলে মহিলা সুরক্ষা আইন কার্যকর হওয়াও কঠিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *