সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ঐতিহ্যবাহী শিল্পকে কপি-পেস্ট করে কোলাপুরী চপ্পল তৈরি করে ফ্যাশন শো’র আলো কেড়ে নিয়েছে ইটালির নামী সংস্থা। কিন্তু স্বীকৃতি দেয়নি ভারতকে। সোশাল মিডিয়ায় এনিয়ে আন্দোলনের জেরে অবশেষে মহারাষ্ট্রের সেই বিশেষ ‘সিগনেচার’ শিল্প যে অনুপ্রেরণা, তা মেনেছে সংস্থার উচ্চপদস্থ কর্তারা। তারপরও অবশ্য বিতর্কের অবসান ঘটেনি। এবার ইটালির সেই নামী ফ্যাশন সংস্থার বিরুদ্ধে বম্বে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। উঠল মহারাষ্ট্রের কোলাপুরী কারিগরদের যথার্থ স্বীকৃতি ও মোটা অঙ্কের ক্ষতিপূরণের দাবি।
বম্বে হাই কোর্টে ইটালির ওই সংস্থার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছেন গণেশ হিংমিরে নামে মহারাষ্ট্রের এক আইনজীবী। শুক্রবার মামলা আদালতে উঠলে আইনজীবী যুক্তি দেখান, চাপের মুখে ওই সংস্থা ভারতীয় কারিগর কাজের স্বীকৃতি দিয়েছে দায়সারাভাবে, যা মোটেই কাম্য নয়। এ বিষয়ে সংস্থাকে লিখিতভাবে দুঃখপ্রকাশ করে যথাযথ স্বীকৃতি দিতে হবে। সেইসঙ্গে র্যাম্প মাতানো ১.২ লক্ষ দামের কোলাপুরীর জন্য ভারতীয় কারিগর মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে আদালতে।
২০১৯ সালে মহারাষ্ট্রের কোলাপুর জেলার এই পাদুকা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) ট্যাগ পেয়েছে। মামলাকারীর দাবি, জিআই-প্রাপ্ত এসব সামগ্রীকে যদি স্বীকৃতি না দিয়ে লাগাতার অন্যেরা অনুকরণ করে চলে আন্তর্জাতিক সংস্থা, তাহলে তা অত্যন্ত দুঃখজনক এবং সমস্যার বিষয়। এনিয়ে কোনও নির্দিষ্ট নিয়মও নেই। তাই কারিগররা বঞ্চিত হলে কিছুই প্রায় করা সম্ভব নয়। তাই আদালত যাতে ওই নামী আন্তর্জাতিক সংস্থাকে ক্ষতিপূরণের নির্দেশ দেয়, সেই আবেদন জানিয়েছেন মামলাকারী আইনজীবী। সবমিলিয়ে এটা স্পষ্ট যে, কোলাপুরী ‘কপি-পেস্ট’ কাণ্ডে ভারতকে নামমাত্র স্বীকৃতি দিয়েও আইনি গেরো এড়াতে পারল না ইটালির ফ্যাশন ব্র্যান্ডটি।