সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রামায়ণ’-এর জন্য ধনুকভাঙা পণ করেছিলেন রণবীর কাপুর । রামের চরিত্র আত্মস্থ করতে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন কাপুরনন্দন। চাবুক ফিগার গড়তে হাড়ভাঙা খাটুনি করেছেন বিগত তিন বছর ধরে। ‘রামের সুমতি’তে ত্যাগ করেছেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও। রঘুনন্দন বেশে কেমন দেখাবে অভিনেতাকে? সেই কৌতূহল বরাবর বিরাজ করেছে দর্শক-অনুরাগীদের মনে। বিশেষ করে ‘অ্যানিম্যাল’-এর মতো উগ্র পুরুষত্বের ছবি করার পর একেবারে বিপরীতধর্মী চরিত্র রঘুনন্দনের ভূমিকায় তাঁর অভিনয় করা নিয়ে আপত্তি উঠেছিল ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকেও। তবে রণবীর, সাই পল্লবীকে রাম-সীতা লুকে দেখার অপেক্ষায় যে ভক্তদের চাতক পাখির দশা হয়েছিল, তা বললেও অত্যুক্তি হয় না। এবার অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর পয়লা ঝলক।
রামের ভূমিকায় রণবীর কাপুর যে তাঁর ফিল্মি কেরিয়ারে একটা নতুন মাইলস্টোন গড়তে চলেছেন, তা এই ঝলক দেখেই বেশ বোঝা গেল। নীতেশ তিওয়ারির ফ্রেমে বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির মিশেলে ‘রামায়ণ’-এ যে একটা বড় চমক অপেক্ষা করছে, সেই ইঙ্গিত আগেই মিলেছিল। এবার অবশেষে ফার্স্ট লুক দেখিয়ে শোরগোল ফেলে দিলেন পরিচালক। বলিউডের রণবীর কাপুর, সানি দেওলের পাশাপাশি ‘কেজিএফ’ স্টার যশ, বিজয় সেতুপতি, সাই পল্লবীরা মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। কৈকেয়ীর ভূমিকায় লারা দত্ত, শূর্পণখার চরিত্রে রকুলপ্রীত সিং, মন্দোদরীর ভূমিকায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল। পয়লা ঝলকে অবশ্য রণবীর-যশকে দেখা গেলেও বাকি তারকাদের দেখা যায়নি। তবে বিশেষ করে নজর কাড়ল ভিএফএক্স-এর কাজ।
সোমবার রাতে ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর শুটিংয়ের শেষ দিনে রামের চরিত্রকে বিদায় জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রণবীর কাপুর। মাইক হাতে সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে বক্তৃতা শুরু করতেই গলা ধরে আসে অভিনেতার। কয়েকটা কথার পরই রণবীরকে বলতে শোনা যায়, “এইসময়ে বক্তৃতা দেওয়া বড় কঠিন। একটা অনেক বড় কাজ শেষ করলাম।” সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ইতিমধ্যেই সেট থেকে ফাঁস হয়ে নেটপাড়ায় ভাইরাল। আরেকটি ভিডিওতে দেখা গেল, পর্দার ভাই ‘লক্ষ্মণ’কে জড়িয়ে ধরে আবেগপ্রবণ হয়ে পড়েছেন রণবীর কাপুর।
সূত্রের খবর, ২০২৫ সালের দিওয়ালির আগেই ‘রামায়ণ’ ট্রিলজির প্রথম পর্বের কাজ সারতে চাইছেন নির্মাতারা। কারণ ২০২৬ সালে প্রথম পর্ব মুক্তি পাবে। দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দিওয়ালিতে আসার কথা। প্রভাসের ‘আদিপুরুষ’ বিতর্ক থেকে শিক্ষা নিয়ে নীতেশ আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, “নতুন রামায়ণ আশা করি কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত হানবে না।” ঝলক দেখিয়ে সেকথাই রাখলেন পরিচালক।